১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
চী ন দে শে র রূ প ক থা

উড়ন্ত রাক্ষসী

-

(গত দিনের পর)

সামনে বিস্তীর্ণ পথ। পথের শেষ সীমানা যেন দিগন্তে গিয়ে মিলিয়ে গেছে। এখানে সেখানে দুই-একটি উচ্চ বৃক্ষ, উপরে সুনীল আকাশ। না রৌদ্র, না ছায়া। আলো-ছায়ার অন্ধকার ঘেরা প্রান্তর চারিদিক। যেন অন্য এক দেশ, অন্য এক দুনিয়া। এমন সময় এক দমকা হাওয়া বয়ে গেল সন্ন্যাসীর গা ছুঁয়ে। দেহের সমস্ত ক্লান্তি দূর হলো তার। তিনি হেঁটে হেঁটে আরো খানিকটা পথ চলে এলেন। হঠাৎ তার চোখে পড়ে দূরে লাল রঙের একটা ‘কিছু’ এদিকে আসছে। দেখে মনে হলো কেউ বুঝি বাতাসের গতিতে ছুটে আসছে এদিকে। আরো কিছুটা কাছে আসতেই সন্ন্যাসী দেখেন এক অপরূপা সুন্দরী মানবকন্যা। দূরন্ত গতিতে ছুটে এসে মেয়েটি সন্ন্যাসীর সামনে দাঁড়ায়। (চলবে)


আরো সংবাদ



premium cement