১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
জানা-অজানা

জংলি হাতি

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা সাধারণত চিড়িয়াখানায় পোষা হাতি দেখে থাকো, তাই না? কেউ কেউ হয়তো হাতির পিঠেও উঠে থাকবে। বন্যহাতি দেখেছ কি? বন্যহাতির অপর নাম জংলি হাতি বা বুনোহাতি। বন্যহাতি শান্তশিষ্ট নয়, ভয়ঙ্কর। এ হাতির আক্রমণে প্রতি বছর কিছু মানুষ মারা যায়। ফসলেরও ক্ষতি হয়। পোষা হাতি মানুষের বন্ধু। এটি মাল টানে। বাহন হিসেবেও এ হাতি ব্যবহার করা যায়। হাতির দাঁত মূল্যবান। প্রাচীন ও মধ্যযুগে যুদ্ধে হাতি ব্যবহার করা হতো।


আরো সংবাদ



premium cement