১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাসারি মানুষ

-

জানো, বাসারি আফ্রিকার একটি নৃতাত্ত্বিক গোষ্ঠী । এরা বাস করে সেনেগাল, গাম্বিয়া, গিনি ও গিনি-বিসাউতে। বেশির ভাগের বসবাস সেনেগাল-গিনি সীমান্তে। বাসারিরা কৃষ্ণাঙ্গ।
বাসারিদের বেশির ভাগ সর্বপ্রাণবাদে বিশ্বাস করে। রয়েছে উল্লেখযোগ্য সংখ্যায় খ্রিষ্ট ধর্মের অনুসারী। কিছু পালন করে ইসলাম ধর্ম।
বাসারি জনগোষ্ঠী সাধারণত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। এরা ফলায় ধান, বজরা, ফোনিও প্রভৃতি শস্য। বাসারিরা সাধারণত গ্রামে বাস করে। অনেকে শুষ্ক মৌসুমে শহরে যায় কাজ করতে। এরা সাধারণত করে শ্রমিকের কাজ। উপার্জিত অর্থ দিয়ে এরা গৃহসামগ্রী, পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য কেনে। বাসারিরা বেশ কর্মঠ, নারী-পুরুষ উভয়ে। অনেক সময় নারীরা পিঠে বিশেষ কায়দায় শিশু রেখেও কাজ করে।
বাসারি জনসংখ্যা ১০ থেকে ৩০ হাজারের মতো। এ জাতি কথা বলে তেন্ডা ভাষায়। এটি নাইজার-কঙ্গো ভাষা পরিবারের সেনেগাম্বিয়ান শাখার অন্তর্ভুক্ত।

 


আরো সংবাদ



premium cement