১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
নিত্যোপন্যাস

রক্তবনে আবিদ-আসমান

-

আঠারো.
বললেন, জানার কৌতূহল থাকা ভালো। জগতের সব বড় বড় আবিষ্কার কৌতূহল থেকে। নিচে আপেল পড়া নিয়ে নিউটনের কৌতূহল হলো, আপেল কেন নিচে পড়ল। এখান থেকেই তিনি মহাকর্ষীয় তত্ত্ব আবিষ্কার করেন। যদিও এর জন্য কৌতূহলী মন লাগে। আমার সামনে গাছের পাকা কাঁঠাল বেশ ক’বার পড়েছে। একবার প্রায় আমার মাথায় পড়েছিল। আমার কখনোই মনে হয়নি-কাঁঠাল কেন নিচে পড়ল। মনে হয়েছে কাঁঠাল তো নিচেই পড়বে। সাধারণের মাঝেই অসাধারণ বিষয় লুকিয়ে থাকে। খুঁজে বের করতে দেখার গভীরতা লাগে। চিন্তার প্রখরতা লাগে।
সবাই সব জিনিস সমানভাবে দেখতে পারে না। যে চোখের সামনের পর্দা সরিয়ে গভীরভাবে দেখতে পারে-তার দেখার সাথে ভাবের সংযোগ হয়। অমূল্য জিনিস খুঁজে পায়। তোদের কৌতূহল আমার ভালো লেগেছে। আমিও তোদের মতো কৌতূহলী ছিলাম। আমাদের সময় প্রযুক্তি এত উন্নত ছিল না। তোরা মার্দিয়ার সাথে যোগাযোগ করতে পারিস। মার্র্দিয়া প্রযুক্তি এক্সপার্ট। আমেরিকার এমআইটিতে পড়ে। তোদের অনেক হেল্প করতে পারবে। তাদের দাদুর আইডিয়াটা তাদের পছন্দ হলো। তারা মার্দিয়ার সাথে বিষয়টা শেয়ার করল। মার্দিয়া খুব খুশি হলো। বলল, আমি তোমাদের জন্য কিছু ছদ্মবেশী ক্যামেরা পাঠিয়ে দিই। ভিমরুল আকৃতির। অবিকল ভিমরুলের মতো। (চলবে)

 


আরো সংবাদ



premium cement