১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
জানা-অজানা

গণ্ডার

-

ছোট্ট বন্ধুরা,
গণ্ডার দেখেছ? কোথায়? টেলিভিশনের পর্দায়, চিড়িয়াখানায়, নাকি বইয়ের পাতায়? তোমরা যে এ প্রাণী দেখেছ, তাতে কোনো সন্দেহ নেই। গণ্ডারের প্রকৃতি কেমন? এটি একটি শক্তিশালী প্রাণী। বদরাগীও বটে। কোনো জন্তুর শিং সাধারণত কোথায় গজায়? কপালে। আর গণ্ডারের? গণ্ডারের নাকের চামড়ার ওপর। এর শিং তৈরি হয় কী দিয়ে। এক গোছা শক্ত চাপবাঁধা লোম দিয়ে। আর অন্যান প্রাণীর শিং হাড় জাতীয় পদার্থে তৈরি হয়। গণ্ডারের নাকের ওপরের শিংকে এক ধরনের খাঁড়া বা খড়গ বলা যায়। এটিই এ প্রাণীর লড়াই বা আত্মরক্ষা করার অস্ত্র। এবার ছবি দেখো। ইচ্ছে করলে আঁকতেও পারো।
- ইমরুল হাসান


আরো সংবাদ



premium cement