১৭ জুন ২০২৪
`
আ ফ্রি কা র উ প ক থা

হায়েনা ও মার্শাল ঈগল

-

আফ্রিকার বিস্তীর্ণ চারণভূমি। এখানে সেখানে দুই একটা ছোট-বড় গাছ, বাকিটা খোলা প্রান্তর। উঁচুনিচু পাথর বালু ও কংকর বিছানো ভূমিতে ছোট বড় অসংখ্য গর্ত ও জলাশয়। মাইলের পর মাইল বিস্তীর্র্ণ এই প্রান্তর যেন বন্য ও হিংস্র প্রাণীদের অভয়ারণ্য। এই অভয়ারণ্যে ঘুরে বেড়াচ্ছিল একটি হায়েনা। খাবারের সন্ধান করছিল সে। গায়ে কালো কালো দাগ ও বাদামি পশমের এই কুৎসিত প্রাণীটি খুবই নিষ্ঠুর। এরা সূচাল দাঁত দিয়ে অন্য প্রাণীদেরকে জ্যান্ত অবস্থায় কামড়িয়ে কামড়িয়ে খায়। নিচু ও হীন স্বভাবের এই হায়েনাকে তাই অন্য প্রাণীরা দুই চোখে দেখতে পারে না। সবাই ওকে এড়িয়ে চলে।
খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে হায়েনাটি হঠাৎ এক শিকারীর পেতে রাখা ফাঁদে আটকা পড়ে যায়। শিকারী তখন কাছে কিনারে ছিল না। ফাঁদ পেতে রেখে সে অন্য কোথাও চলে গিয়েছিল। ফাঁদে আটকা পড়ে হায়েনাটি অনেক চেষ্টা করল নিজেকে ছাড়িয়ে নিতে। কিঁউ কিঁউ করল কিছুক্ষণ। (চলবে)

 


আরো সংবাদ



premium cement