১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


বিশ্বের নৃতাত্ত্বিক গোষ্ঠী

হাজারা

-

আজ তোমরা জানবে হাজারা সম্পর্কে । ধারণা
করা হয়, হাজারা জনগোষ্ঠীর উদ্ভব হয়েছে মঙ্গোল জাতি থেকে। আবার কেউ কেউ মনে করেন, এরা কুশান
জাতির বংশধর। অন্য মতে, এরা মিশ্র জাতিÑ
বিভিন্ন জাতিগোষ্ঠীর মিশ্রণে এদের উদ্ভব।
লিখেছেন লোপাশ্রী আকন্দ
হাজারা কী? একটি বিখ্যাত নৃতাত্ত্বিক গোষ্ঠী। মধ্য আফগানিস্তান, পাকিস্তানের বেলুচিস্তান এবং ইরানের কিছু এলাকায় এরা বাস করে। হাজারা জনসংখ্যায় প্রায় ৫০ লাখ। এদের বেশির ভাগ বাস করে আফগানিস্তানে। বাকিদের বসবাস পাকিস্তান ও ইরানে। বর্তমানে কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও তুরস্কেও অনেক হাজারা বসবাস করে।
হাজারারা শিক্ষা ও সংস্কৃতিতে বেশ উন্নত। সামাজিক কর্মকাণ্ডেও এদের সুনাম আছে। এরা সাহসী ও বন্ধুবৎসল এবং পরিশ্রমী কৃষক।
হাজারারা বেশ পুরনো নৃতাত্ত্বিক গোষ্ঠী। ১৬ শতকের ইরানি সম্রাট আব্বাসের দরবারের ঐতিহাসিকদের লেখায় এ জনগোষ্ঠীর উল্লেখ দেখা যায়। মোগল সম্রাট বাবর তার বাবরনামায় এদের উল্লেখ করেছেন। তার লেখা থেকে জানা যায়, কাবুল ও ঘোরের পশ্চিম এবং গজনির দক্ষিণে এদের আবাস।
ধারণা করা হয়, হাজারা জনগোষ্ঠীর উদ্ভব হয়েছে মঙ্গোল জাতি থেকে। আবার কেউ কেউ মনে করেন, এরা কুশান জাতির বংশধর। অন্য মতে, এরা মিশ্র জাতিÑ বিভিন্ন জাতিগোষ্ঠীর মিশ্রণে এদের উদ্ভব।
ফার্সি শব্দ ‘হাজার’ থেকে হাজারা নামের উৎপত্তি, যার অর্থ সহস্র বা ১০ শত।
হাজারা শব্দটি প্রথম ব্যবহার করা হয় এক হাজার সৈন্যের মঙ্গোল সামরিক ইউনিটে। পরে বৈশিষ্ট্যপূর্ণ জনগোষ্ঠী অর্থে এর ব্যবহার শুরু হয়। এভাবেই বর্তমান হাজারা জাতির নামকরণ করা হয়েছে।
হাজারারা কথা বলে দারি ও হাজারাগি ভাষায়; এ দু’টি পারসিক বা ফার্সির উপভাষা।
হাজারারা ইসলাম ধর্মের অনুসারী। এর বেশির ভাগ শিয়া। বাকিরা সুন্নি।
রুটি ও গোশত খেতে এরা পছন্দ করে।
হাজারারা পাজামা, ঘাগরা ও কুর্তা ধরনের পোশাক পরে। অনেকে ইউরোপীয় ঘরানার পোশাকও পরে। হাজারা নারীদের ঐতিহ্যবাহী পোশাক তোপখানাই। এটি তৈরি করা হয় সিল্ক, উন্নত মখমল, পশম বা তুলা থেকে।
আফগানিস্তান ও পাকিস্তানের অনেক বিখ্যাত হাজারা ব্যক্তির নাম জানা যায়। যেমন, পাকিস্তানের সাবেক চিফ অব আর্মি স্টাফ জেনারেল মুসা খান এবং আফগানিস্তানের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট করিম খালিলি।
তথ্যসূত্র : ওয়েবসাইট


আরো সংবাদ



premium cement
বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি চেন্নাইকে বিদায় করে বেঙ্গালুরুর ‘অবিশ্বাস্য’ প্লে অফ মনের মিনার ভেঙে পড়েনি মার্কিন প্রশাসনের ‘বাকস্বাধীনতা’র মুখোশ শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী

সকল