১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গত ১০ বছরে শাস্তি পেয়েছেন ১৮১ জন সরকারি কর্মকর্তা : জনপ্রশাসনমন্ত্রী

গত ১০ বছরে শাস্তি পেয়েছেন ১৮১ জন সরকারি কর্মকর্তা : জনপ্রশাসনমন্ত্রী - ছবি : ইউএনবি

বিভিন্ন অপরাধে গত ১০ বছরে ১৮১ জন কর্মকর্তাকে (গ্রেড-১ থেকে ৯) শাস্তি দেয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।

মঙ্গলবার (২৮ মে) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে এ কথা জানান মন্ত্রী।

এ সংলাপের আয়োজন করে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।

সংলাপে বিএসআরএফের সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব।

সংলাপে জনপ্রশাসনমন্ত্রী বলেন,‘২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গত ৫ বছরে গ্রেড-১ থেকে ৯ পর্যন্ত থেকে ১৭৮ কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে তদন্ত হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার মাধ্যমে তদন্ত করা হয়েছে।'

তিনি আরও জানান, ১৭৮ জনের মধ্যে ২২ জনকে গুরুদণ্ড, ৬৯ জনকে লঘুদণ্ড এবং ৭৭ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মন্ত্রী আরো বলেন,‘কাজ করতে গেলে বিভিন্ন ধরনের অভিযোগ আসে। এখানে যে শুধু কর্মকর্তারা দায়ী থাকে, সেটা নয়। যার কাজটি পছন্দ হচ্ছে না সেও কিন্তু এখানেই অভিযোগ করে। অভিযোগের সত্যতা যাচাই করে দেখা হয়। বিভাগীয় ব্যবস্থা (ডিপার্টমেন্টাল প্রসেডিং-ডিপি) চালু করতে হয়।'

২০১৪ সালের ২০২৪ পর্যন্ত গত ১০ বছরে গ্রেড-১ থেকে ৯ পর্যন্ত ৩৫১ জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এসেছে জানিয়ে ফরহাদ হোসেন বলেন, 'এর মধ্যে গুরুদণ্ড পেয়েছেন ৪১ জন, লঘুদণ্ড পেয়েছেন ১৪০ জন এবং ১৭০ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।'

তিনি আরো বলেন,‘প্রতিনিয়ত আমাদের বিভাগীয় ব্যবস্থা চলমান আছে। অভিযোগ দেয়ার ব্যবস্থা রয়েছে। কোনো কর্মকর্তার সম্পর্কে অভিযোগ আসলে আমলে নিয়ে তার বিরুদ্ধে ডিপি বা বিভাগীয় ব্যবস্থা চালু করা হয়। প্রথমে প্রাথমিক তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা বোঝার চেষ্টা করি। এরপর বিভাগীয় ব্যবস্থা চালু হয়। এরপর শুনানি হয় স্পট ভিজিট হয়। আমাদের টিম থাকে।'

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement