১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইংল্যান্ডের বড় জয়, থেমে গেলেন এন্ডারসন

- ছবি : সংগৃহীত

থেমে গেলেন জেমস এন্ডারসন শেষ হলো বাইশগজে তার বাইশ বছরের স্বপ্নযাত্রা। আর বল হাতে দেখা যাবে না তাকে। অসংখ্য অর্জন আর কীর্তি সাথে ৪১ বছর ৩৫৭ দিন বয়সে বিদায় জানালেন ক্রিকেটকে। বিদায় বেলায় এই ‘কিংবদন্তীকে’ বড় জয় উপহার দিয়েছে তার দল।

দ্বিতীয় দিনের খেলা শেষেই লর্ডস টেস্টে জয়ের সুবাস পাচ্ছিল ইংলিশরা। তৃতীয় দিন সকালে সেই জয় নিশ্চিত করতে সময় লাগলো ১ ঘণ্টার একটু বেশি। ইনিংসও ১১৪ রানের জয়ে জেমস এন্ডারসনের বিদায় রাঙালেন স্টোকস-অ্যাটকিনসনরা।

২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা অ্যান্ডারসন যখন লর্ডসের লং রুম পেরিয়ে শেষবারের মতো যখন মাঠে নামছিলেন, পুরো স্টেডিয়ামের দর্শকরা তখন দাঁড়িয়ে। সতীর্থ ও প্রতিপক্ষের ক্রিকেটাররা মিলে গার্ড অব ওনার দিলেন তাকে৷ সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের।

টেস্টের দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় ইনিংসের রান ছিল ৬ উইকেটে ৭৯। খাদের কিনারায় থাকা ক্রেগ ব্রেথওয়েটরা হার ঠেকাতে পারলেন না। ইংল্যান্ডের বোলিং আক্রমণের সামনে সফরকারী ব্যাটারদের বেশ অসহায় দেখিয়েছে গোটা ম্যাচেই।

দিনের ১৪তম ওভারে প্রথম ও ইনিংসের সপ্তম উইকেট হারায় তারা। সেই উইকেটটি নেন এন্ডারসন নিজেই। জসুয়া ডি সিলভাকে ফেরান স্ট্যাম্পের পেছনে ক্যাচ বানিয়ে। এরপর শেষ তিন উইকেট তুলে ক্যারিবীয়দের ইনিংসের ইতি টানেন অ্যাটকিনসন।

প্রথম ইনিংসে ৭ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি। অভিষেক টেস্টে সব মিলিয়ে ১২ উইকেট হয়েছে অ্যাটকিনসনের। যেন বিদায় বেলায় আন্ডারসনকে বলতে চাইলেন, ভাবনার কারণ নেই, আপনার ইংল্যান্ডকে সামলে রাখতে প্রস্তুত আমি।

সুবাদে প্রথম ইনিংসে ১২১ রান করা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে করেছে ১৫ রান বেশি, ১৩৬। তবুও ইনিংস ব্যবধানে হার এড়াতে পারেনি। ইংলিশরা প্রথম ইনিংসে ৩৭১ রান তুলেছিল স্কোরবোর্ডে। লিড নিয়েছিল ২৫০ রানের।

এদিকে প্রথম ইনিংসে ১ উইকেট নেয়া এন্ডারসন দ্বিতীয় ইনিংসে নেন ৩ উইকেট। তাতে টেস্টে তার উইকেট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০৪ টি। বিদায় বেলায় অবশ্য অনন্য আরো এক রেকর্ডের সাক্ষী হয়েছেন এন্ডারসন, বিশ্বের প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৪০ হাজার বল করার মাইলফলক স্পর্শ করেছেন তিনি।


আরো সংবাদ



premium cement
দেশকে উন্নত ও শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে, ফিরে আসার সুযোগ নেই : সোহেল আমাদের সংবিধান ও পার্বত্য শান্তিচুক্তি চব্বিশের নতুন বাংলাদেশে বিজয় দিবস বাংলাদেশের ধর্মীয় শিক্ষার গুরুত্ব চীনের রাষ্ট্রদূতের সাথে মঈন খানের বৈঠক বীর মুক্তিযোদ্ধারা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে : অ্যাডভোকেট জুবায়ের ভারতীয় চলচ্চিত্রে বাংলাদেশকে বিকৃতভাবে উপস্থাপন! স্বাধীনতা যুদ্ধের সঠিক, প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার জামায়াত নেতা ড. তাহের সম্পর্কে সাংবাদিক ইলিয়াসের মন্তব্যের প্রতিবাদ

সকল