১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লর্ডস টেস্টের দ্বিতীয় দিন এন্ডারসন-স্টোকসের দুর্দান্ত রেকর্ড

জেমস এন্ডারসন (মাঝে) - ছবি : সংগৃহীত

লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন ইংল্যান্ডের বর্ষীয়ান পেসার জেমস এন্ডারসন। টেস্টের দ্বিতীয় দিন শেষে ১০ ওভারে ১১ রানে ২ উইকেট নেন তিনি।

এরমধ্যে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ৩১তম ও নিজেদের দশম ওভারের পঞ্চম ডেলিভারিটি করেই রেকর্ড বইয়ে নাম তুলেন এন্ডারসন। বিশ্বের চতুর্থ টেস্ট বোলার হিসেবে ৪০ হাজারতম বল করেন ১৮৮তম ম্যাচ খেলতে নামা এন্ডারসন।

এর আগে টেস্টে ৪০ হাজার ডেলিভারির মাইলফলক স্পর্শ করেছেন তিন স্পিনার শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন, ভারতের অনিল কুম্বলে ও অস্ট্রেলিয়ার পরলোকগত ক্রিকেটার শেন ওয়ার্ন। মুরালি ১৩৩ টেস্টে ৪৪০৩৯, কুম্বলে ৪০৮৫০ এবং ওয়ার্ন ৪০৭০৫টি ডেলিভারি করেছেন।

টেস্টে ৪০ হাজার ডেলিভারি করার কীর্তির দিনে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৫০ হাজারতম ডেলিভারিও করেছেন সর্বমোট ৪০০ ম্যাচ খেলা এন্ডারসন। এই তালিকাতেও চতুর্থ স্থানে আছেন তিনি।

এন্ডারসনের আগে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ হাজার ডেলিভারি করেছেন মুরালি, কুম্বলে ও ওয়ার্ন।
তিন ফরম্যাট মিলিয়ে মুরালি ৪৯৫ ম্যাচে ৬৩১৩২, কুম্বলে ৪০৩ ম্যাচে ৫৫৩৪৬ এবং ওয়ার্ন ৩৩৯ ম্যাচে ৫১৩৪৭টি বল ডেলিভারি করেন। ৪০ ও ৫০ হাজার ডেলিভারির তালিকায় প্রথম পেসার এন্ডারসনই।

এন্ডারসনের বিদায়ী টেস্টে রেকর্ড বইয়ে নাম তুলেছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসও। বিশ্বের তৃতীয় অলরাউন্ডার হিসেবে টেস্টে ৬২০০ উইকেট শিকারের কীর্তি গড়েন স্টোকস।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় ইনিংসে কির্ক ম্যাকেঞ্জিকে শিকার করে ১০২ ম্যাচের ক্যারিয়ারে ২০০ উইকেট পূর্ণ করেন স্টোকস। আগের থেকেই টেস্টে ৬৩১৬ রান আছে তার।

স্টোকসের আগে টেস্টে ৬ হাজার রান ও ২০০ উইকেট শিকার করেছেন দক্ষিণ আফ্রিকার জক ক্যালিস ও ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স। ১৬৬ টেস্টে ক্যালিস ১৩,২৮৯ রান ও ২৯২ উইকেট শিকার করেছেন। ৯৩ টেস্টে সোবার্স ৮,০৩২ রান ও ২৩৫ উইকেট নিয়েছেন।

এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ষষ্ঠ অলরাউন্ডার হিসেবে ১০ হাজার রান ও ৩০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন স্টোকস। এর আগে ওয়েস্ট ইন্ডিজের কার্ল হুপার ৩২৯ ম্যাচে ১১,৫২৩ রান ও ৩০৭ উইকেট, শ্রীলঙ্কার সনাথ জয়াসুরিয়া ৫৮৬ ম্যাচে ২০.৮৫৯ রান ও ৪৪০ উইকেট, জ্যাক ক্যালিস ৫১৯ ম্যাচে ২৫,৫৩৪ রান ও ৫৭৭ উইকেট, পাকিস্তানের শহিদ আফ্রিদি ৫২৪ ম্যাচে ১১,১৯৬ রান ও ৫৪১ উইকেট এবং বাংলাদেশের সাকিব আল হাসান ৪৪৩ ম্যাচে ১৪,৬২৬ রান ও ৭০৩ উইকেট শিকার করেন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement