১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লর্ডস টেস্টের প্রথম দিন অ্যাটকিন্সনের

লর্ডস টেস্টের প্রথম দিন অ্যাটকিন্সনের - ছবি : সংগৃহীত

জেমস আন্ডরসনের বিদায় উপলক্ষে লর্ডস টেস্টটা স্মরণীয় হয়ে উঠেছে। তবে তার জন্য সাজানো মঞ্চে বাহবা কুড়ালেন গুস অ্যাটকিন্সন। নিজের অভিষেক টেস্টেই আগুন ছড়িয়েছেন এই পেসার, একাই ঝুলিতে ভরেছেন ৭ উইকেট।

লর্ডস টেস্টের প্রথম দিনে বুধবার ওয়েস্ট ইন্ডিজকে আগেভাগে গুড়িয়ে ৬৮ রানের লিড নিয়েছে ইংল্যান্ড। অ্যাটকিন্সনের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১২১ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। জবাবে ৩ উইকেটে ১৮৯ রান তুলে দিন শেষ করেছে ইংলিশরা।

ক্যারিবীয়দের গুড়িয়ে দেয়ার শুরুটা করেন অ্যাটকিন্সনই। ৩৪ রানে ব্রাথওয়েটকে (৬) ফিরিয়ে ভাঙেন উদ্বোধনী জুটি। এরপর কির্ক ম্যাকেঞ্জিকেও ফেরান ১ রানে। এরপর বেন স্টোকসের বলে ২৭ রান করা মিকাইল লুইস ফিরলে ৪৪ রানে ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

মাঝে আর কোনো উইকেট না হারালেও দলীয় ৮৮ রানেই ৪ উইকেট হারায় ক্যারিবীয়রা! ৩৫তম ওভারে তিন উইকেট নেন অ্যাটকিন্সন। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগলেও তা আর হয়নি। পরের ওভারে ক্যাভেম হজকে ২৪ রানে ফেরান ওকস। ৭ উইকেট হারায় সফরকারীরা।

এরপর আলজারি জোসেফ ও গুদাকেশ মতির ব্যাটে কোনোমতে ১২১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ৭ উইকেট পড়ে মাত্র ৩২ রানে। জোসেফ ১৭ ও মতি করেন ১৪ রান। ইংল্যান্ডের হয়ে বাকিদের মধ্যে একটি করে উইকেট নেন অ্যান্ডারসন, ক্রিস ওকস ও বেন স্টোকস।

বিপরীতে নিজেদের প্রথম ইনিংস খেলতে নেমে ভালো অবস্থানেই আছে ইংল্যান্ড। ওপেনার বেন ডাকেট ৩ রান করে ফিরলেও দ্বিতীয় উইকেট জুটি যোগ হয় ৯৪ রান। ফিফটি তুলে মেন ওলে পোপ ও জ্যাক ক্রাউলি।

২৬.৩ ওভারে পোপ ৭৪ বলে ৫৭ রান করে আউট হওয়ার পর ক্রলিও বেশিক্ষণ টিকতে পারেননি, আউট হন ৮৯ বলে ৭৬ রান করে। হ্যারি ব্রুক ২৫ এবং জো রুট ১৫ রানে অপরাজিত আছেন।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল