১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

উড়ন্ত বুমরাহর ঝুলিতে আরো এক পুরস্কার

জসপ্রীত বুমরাহ - ফাইল ছবি

যেন উড়ছেন বুমরাহ। সদ্যই তার দল ভারত জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর সেই সাথে তিনিও পেয়েছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। শুধু তাই নয়, বিশ্বকাপ জিতে বোর্ডের থেকেও মিলেছে মোটা অঙ্কের উপহার। এবার আইসিসি থেকেও মিললো সুখবর।

বিশ্বকাপ জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের ফলে আইসিসির জুন মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জসপ্রীত বুমরাহ। রোহিত শর্মা ও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজকে পেছনে ফেলে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি।

মঙ্গলবার (৯ জুলাই) জুন মাসের সেরা খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে আইসিসি। যেখানে পুরুষ ও নারী উভয় বিভাগেই ভারতের জয়জয়কার। পুরুষ বিভাগে বুমরাহ আর নারী বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন স্মৃতি মান্ধানা।

বিশ্বকাপে ১৫ উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারির তালিকায় যৌথভাবে তিনে ছিলেন বুমরাহ। কিন্তু দলের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। বিশেষ করে ফাইনালে, দলের ৭ রানের জয়ের ম্যাচে মাত্র ১৮ রান দিয়ে তিনি নিয়েছিলেন ২ উইকেট।

সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনে থাকলেও ইকোনমিতে তিনি ছাড়িয়ে গেছেন সবাইকে। ৮ ইনিংসে মাত্র ৪.১৭ ইকোনমি রেটে আসর শেষ করেছেন তিনি। সর্বোচ্চ ১৭টি করে উইকেট শিকার করা আর্শদীপের ইকোনমি ৭.১৬ আর ফজলে হক ফারুকীর ছিল ৬.৩১।

সেরা হবার দৌড়ে তার দুই প্রতিদ্বন্দ্বীও ছিলেন বেশ সফল। ৮ ম্যাচে ৩৫.১২ গড়ে ২৮১ রান করেন গুরবাজ। যা বিশ্বকাপে সর্বোচ্চ। সমান ম্যাচে ৩৬.৭১ গড়ে ২৫৭ রান করে রোহিত শর্মা।

এদিকে গত মাসটা দুর্দান্ত কেটেছে স্মৃতির। দক্ষিণ আফ্রিকাকে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ৩৪৩ রানের পাশাপাশি ১ উইকেট নিয়ে সিরিজসেরা হন স্মৃতি। এছাড়া একমাত্র টেস্টেও তিনি খেলেন ১৪৯ রানের দারুণ এক ইনিংস।


আরো সংবাদ



premium cement