১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আইসিসি জুন মাসের সেরার দৌড়ে রোহিত-বুমরাহ ও গুরবাজ

আইসিসি জুন মাসের সেরার দৌড়ে রোহিত-বুমরাহ ও গুরবাজ - সংগৃহীত

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে জুনের সেরা হবার দৌড়ে আছেন টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের দুই ক্রিকেটার রোহিত শর্মা ও জসপ্রিত বুমরাহ এবং আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ।

গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নারীদের সেরার লড়াইয়ে আছেন ইংল্যান্ডের মায়া বুশিয়ে, শ্রীলঙ্কার ভিশ্মি গুনারাত্নে ও ভারতের স্মৃতি মান্ধানা।

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রোহিত। ৮ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরিতে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ২৫৭ রান করেন ভারতীয় অধিনায়ক।

গ্রুপ পর্ব আয়ারল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৫২, সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯২ এবং সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৫৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রোহিত। তার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম অপরাজিত দল হিসেবে শিরোপা জিতে ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ভারতীয় পেসার বুমরাহ। ৮ ম্যাচে ৪ দশমিক ১৭ ইকোনমি রেটে এবং ৮ দশমিক ২৬ গড়ে ১৫ উইকেট শিকার করেন তিনি।

নিউ ইর্য়কে পাকিস্তানের বিপক্ষে ১৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বুমরাহ। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট নিয়ে ভারতের জয়ে বড় অবদান রাখেন বুমরাহ।

বিশ্বকাপের সর্বোচ্চ রানের মালিক ছিলেন গুরবাজ। ৮ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরিতে ২৮১ রান করেন তিনি। উগান্ডার বিপক্ষে ৭৬, নিউজিল্যান্ডের বিপক্ষে ৮০ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬০ রানের ইনিংস খেলে দলকে স্মরনীয় জয় এনে দেন গুরবাজ। বাংলাদেশের বিপক্ষে লো-স্কোরিং ম্যাচে ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এই ডান-হাতি ব্যাটার। গেল মাসের সেরা পুরস্কার জিতলে আফগানিস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে এ কীর্তি গড়বেন গুরবাজ।

আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ এবং সমর্থকদের বাকি ১০ ভাগ ভোট।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল