১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অনেক কষ্ট লাগলেও দল নিয়ে গর্বিত মার্করাম

অনেক কষ্ট লাগলেও দল নিয়ে গর্বিত মার্করাম - ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে ৭ রানে হেরে প্রথমবারের মতো আইসিসি ইভেন্টের কোনো বিশ্বকাপ জয়ের সেরা সুযোগ হাতছাড়া করে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ জয়ের সেরা সুযোগ হাতছাড়া হওয়ায় কষ্ট লাগছে প্রোটিয়া অধিনায়ক আইডেন মার্করামের। তবে প্রথমবারের মতো ফাইনালে উঠতে পারায় দল নিয়ে গর্বিত মার্করাম।

ফাইনাল ম্যাচ হারের পর মার্করাম বলেন, ‘এমন হার খুবই হতাশাজনক। তাই কষ্টও বেশি। তবে এই দল নিয়ে আমি অবিশ্বাস্যরকম গর্বিত।’

আইসিসি ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্ব^কাপ মিলিয়ে মোট সাতবার সেমিফাইনাল থেকে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা। অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে প্রথমবারের মতো ফাইনালে খেলার স্বপ্ন পূরণ হয় প্রোটিয়াদের। কিন্তু ফাইনালের মঞ্চে তীরে এসে তরি ডুবে দক্ষিণ আফ্রিকার।

ফাইনালে ভারতের ছুঁড়ে দেয়া ১৭৭ রানের টার্গেটে খেলতে নেমে ১৫ ওভার শেষে জয়ের সমীকরণ ৩০ বলে ৩০ রানে নামিয়ে আনে দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো ফাইনাল জয়ের সেরা সুযোগ হাতে মুঠোয় চলে আসে। কিন্তু শেষ ৫ ওভারে ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে অসহায় হয়ে পড়ে প্রোটিয়ারা। ফলে শেষ ৩০ বল থেকে ২২ রানের বেশি করতে পারেনি তারা। ফলে প্রথমবারের মতো আইসিসি বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা।

এমন ম্যাচ হেরে হতাশা ঘিরে ধরেছে দক্ষিণ আফ্রিকাকে। তাই তো ফাইনাল হারার কষ্ট অকপটে স্বীকার করেন মার্করাম। তিনি বলেন, ‘আপাতত হতাশ। ভালোভাবে কাটানো আসরটির দিকে ফিরে তাকাতে কিছুটা সময় লাগবে। খুব কষ্ট লাগছে। তবে একই সাথে অবিশ্বাস্যরকমের গর্বিত। আমরা ভালো বোলিং করেছি, খুব বেশি কিছু করার ছিল না। এটি তাড়া করার মতো লক্ষ্য ছিল। ভালো ব্যাটিং করেছি, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিলাম, জিততে না পেরে হতাশ লাগছে।’

তিনি আরো বলেন, ‘আমরা কখনোই স্বস্তিতে ছিলাম না, স্কোর বোর্ডে চাপ সবসময়ই ছিল। তবে শেষ দিকে সব কিছু দ্রুত ঘটে গেছে। আমরা যে যোগ্য ফাইনালিস্ট, সেটা প্রমাণ করার দারুণ সুযোগ ছিল। দক্ষিণ আফ্রিকানরা প্রতিদ্বন্দিতাপূর্ণ, শ্রদ্ধাশীল এবং হারার আগে হার মানে না। এটা এখনো আমাদের জন্য গর্বের মুহূর্ত।’
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল