১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

স্বপ্নের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

স্বপ্নের ফাইনালে দক্ষিণ আফ্রিকা - ছবি : ইএসপিএনক্রিকইনফো


স্বপ্নের ফাইনালে দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো কোনো বৈশ্বিক শিরোপার শেষ ধাপে ওঠে গেল তারা। দুই ফরম্যাট মিলিয়ে আটবার ব্যর্থ হবার পর এবার ভেঙেছে সেমিফাইনাল গোলকধাঁধা। আফগানিস্তানকে গুঁড়িয়ে দিয়ে অনন্য শিরোপাটির খুব কাছে প্রোটিয়ারা।

প্রথমবারের মতো সেমিফাইনাল খেলতে নেমে যেন তালগোল পাকিয়ে ফেলে আফগানিস্তান। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকালে প্রোটিয়া বোলারদের তোপে গুটিয়ে যায় ১১.৫ ওভারে মাত্র ৫৬ রানে। যা ৮.৫ ওভারে ৯ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

টানা আট জয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে আসার পরও এবি ডি ভিলিয়ার্স বলেছিলেন, সেরাটা এখনো দেয়ার বাকি দক্ষিণ আফ্রিকার। সেরা পারফর্ম কেমন হতে পারে, তারই একটা ঝলক যেন দেখা গেল ত্রিনিদাদ ও টোবাগোতে।

৫৬/১০, সেমিফাইনালে ইতিহাসে সর্বনিম্ন তো বটেই, এই প্রথম কোন দলের শেষ চারে একশ রানের আগে অলআউট হবার রেকর্ড এটি, যা টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানদের সর্বনিম্ন স্কোর।

আফগানদের লজ্জায় ডুবিয়ে ফাইনালে যাবার পথ তখনই সুগম করে ফেলে দক্ষিণ আফ্রিকা। বাকি কাজটা ছিল ব্যাটারদের। যা করতে খুব একটা বেগ পেতে হয়নি তাদের। কুইন্টন ডি ককের উইকেটটা হারালেও অনায়াসেই তুলে নিয়েছে জয়।

দ্বিতীয় ওভারে ফজলে হক ফারুকী ডি কককে ফেরান ৫ রানে। তবে সেখানেই শেষ তাদের উদযাপনের উপলক্ষ। এইডেন মার্করাম ও রেজা হেনড্রিকস মিলে বাকি কাজটা সারেন, গড়েন ৪৩ বলে ৫৫* রানের জুটি। রেজা ২৫ বলে ২৯ ও মার্করাম অপরাজিত থাকেন ২১ বলে ২৩ রানে।

এর আগে প্রোটিয়াদের ধসিয়ে দিয়ে আসল কাজটা করেন বোলাররাই। প্রথম ওভারেই তুলে নেয় সবচেয়ে মূল্যবান উইকেট, ফেরান রহমানুল্লাহ গুরবাজ। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার ফেরেন রানের খাতা খোলার আগেই।

এক ওভার পর তিনে নামা গুলবাদিন নাইবকেও তুলে নেয় প্রোটিয়ারা৷ ৮ বলে ৯ রানে ফেরেন তিনি। দুটো উইকেটই নেন মার্কো জানসেন। তবে আসল ধাক্কা আসে চতুর্থ ওভারে, বল হাতে এসেই জোড়া উইকেট তুলে নেন রাবাদা। ফেরান ইবরাহীম জাদরান ও মোহাম্মদ নাবিকে।

পরের আঘাত আসে এনরিখ নর্খিয়ার থেকে৷ পঞ্চম ওভারের শেষ বলে ফেরান খারুতিকে (২)। ২৩ রানে ৫ উইকেট হারায় আফগানিস্তান৷ এর আগে সেমিফাইনালে ৫ উইকেট হারানোর রেকর্ড নেই কখনো কোনো দলের।

আফগানিস্তানের হয়ে শুধু ওমারজাই (১০) দুই অঙ্কের রান করতে পেরেছেন। তাছাড়া রশিদ খান ও করিম জানাত করেন ৮ করে রান। তাতেই পঞ্চাশের ঘর পাড়ি দেয় আফগানিস্তানের ইনিংস।


আরো সংবাদ



premium cement
মুক্তিযোদ্ধা সমাবেশ স্বশরীরে থাকবেন খালেদা জিয়া শিবচরে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ বাশার আল-আসাদের পতনে সিরিয়ানদের ভাগ্যে যা ঘটতে পারে গাজায় একদিনে আরো ৫০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল ৬ বছর পর রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন খালেদা জিয়া রৌমারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফ, সম্পাদক আল আমিন ইসরাইলি পাইলটদের যুদ্ধবিমান না চালানোর আহ্বান সাবেক আইন কর্মকর্তার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা নিহত, ছেলে-মেয়েসহ আহত ৬ এবার ব্রিটিশ ব্যাংকে ‘ফ্রিজ’ করা হলো বাশারের ৫৫ মিলিয়ন পাউন্ড নোয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সকল