টসে জিতে ব্যাট করছে আফগানিস্তান
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ জুন ২০২৪, ০৬:১৬, আপডেট: ২৭ জুন ২০২৪, ০৭:৪৩
স্বপ্নের ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। প্রথম সেমিফাইনালে মুখোমুখি দুই দল। যেখানে টসে জিতে ব্যাট করবে আফগানিস্তান।
ত্রিনিদাদ ও টোবাগোর ব্রায়ান লারা স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সকালে মুখোমুখি হয়েছে এই দুই দল। দু'দলের সামনেই ইতিহাস গড়ার সুযোগ, প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার সুযোগ হাতছানি দিচ্ছে তাদের।
বিশ্বকে অবাক করে প্রথমবারের মতো সেমিফাইনালে এসেছে আফগানিস্তান। বিপরীতে দক্ষিণ আফ্রিকা শেষ চারে খেলছে চতুর্থবারের মতো, কিন্তু কখনো সেমিফাইনাল গণ্ডি পাড়ি দিতে পারেনি প্রোটিয়ারা।
বাঁচা-মরার গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নেমেছে দুই দল৷
দক্ষিণ আফ্রিকা একাদশ : এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস,, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্তান স্টাবস, আনরিখ নর্কিয়া, তারবিজ শামসি, মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা ও কেশব মহারাজ।
আফগানিস্তান একাদশ : রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবদিন নাইব, এন খারুতি রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, নাবীন উল হক, ফজল হক ফারুকি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা