১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শান্ত

টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। - ছবি : সংগৃহীত

বিশ্বকাপ শেষ বাংলাদেশের। হয়তো শুরু করে দিয়েছে দেশে ফেরার প্রস্তুতিও। তবে যেভাবে ফিরছেন ক্রিকেটাররা, তাতে মোটেও সন্তুষ্ট নয় দর্শক-সমর্থকেরা। সুপার এইটে অন্তত আফগানিস্তানের বিপক্ষে জয়টা তারা খুব করেই আশা করেছিল।

বোলাররা সেই স্বপ্ন আরো রঙিণ করে তুলে আফগানদের ১১৫ রানেই আটকে দিয়ে। তাতে খানিকটা উন্মোচিত হয় সেমিফাইনাল সম্ভাবনাও। ১২.১ ওভারে জিতলে প্রথমবারের মতো শেষ চারে উঠে যেতে পারতো বাংলাদেশ।

তবে সেখান থেকে হতাশ করেছেন ব্যাটাররা। আরো একবার দলক ডুবিয়েছেন তারা। বৃষ্টি আইনে ১১৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১০৫ রানেই অলআউট হয় বাংলাদেশ। লিটন দাস ছাড়া আর কেউ পারেননি থিতু হতে।

এমন হারের পর বেশ ক্ষিপ্ত হয়ে উঠেছেন দর্শক-সমর্থকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা নানাভাবে সমালোচনার তীরে বিদ্ধ করছেন দলকে৷ এমতাবস্থায় ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজেদের ব্যর্থতা মেনে নেন শান্ত। বলেন,‘আমরা দল হিসেবে বাংলাদেশী সমর্থকদের হতাশ করেছি। যারা আমাদের খেলা অনুসরণ করেন, সবসময় অনুসরণ করেন তাদের‘লেট ডাউন’ করেছি। তো আমি দলের পক্ষ থেকে ক্ষমা চাইছি।’

শুধু এই ম্যাচ নয়, পুরো বিশ্বকাপ জুড়েই বাংলাদেশকে ভুগিয়েছে ব্যাটাররা। আসরে ৭ ম্যাচ খেলে কেবল একবার দেড় শ' পাড়ি দিতে পেরেছে দল। তবুও তা নেদারল্যান্ডসের বিপক্ষে। তাছাড়া স্বীকৃত ব্যাটারদের মাঝে তাওহীদ হৃদয় ছাড়া কেউ পারেননি দেড় শ' রান বা ১০০+ স্ট্রাইকরেট স্পর্শ করতে।

ফলে ব্যাটারদের হয়েও ক্ষমা চান তিনি৷ বলেন,‘আমরা ব্যাটিং গ্রুপ হিসেবে দেশের মানুষকে ভালো কিছু দিতে পারিনি। এটার জন্য আমরা স্যরি। সামনের দিকে আমাদের এটাই চেষ্টা থাকবে, কীভাবে এখান থেকে বের হয়ে আসতে পারি।'

তবে বোলারদের নিয়ে বেশ প্রশংসাই করেন তিনি। বিশেষ করে রিশাদ হোসেনকে নিয়ে। এই লেগ স্পিনার প্রথমবার কোনো বড় আসরে খেলতে এসেই তাক লাগিয়ে দিয়েছেন। নিয়েছেন দেশের হয়ে এক আসরে সেরা ১৪ উইকেট।

রিশাদের প্রশংসা করতে গিয়ে শান্ত বলেন,‘ইতিবাচক দিক হলো বোলাররা। তারা সবাই খুবই ভালো বোলিং করেছে। রিশাদ এরকম একটা টুর্নামেন্টে এসে সবগুলা ম্যাচে ভালো বোলিং করেছে।’


আরো সংবাদ



premium cement
নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজেছাত্র আহত মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না : বিক্রম মিশ্রি ডুয়েটে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণে সেমিনার ও প্রদর্শনী মেলা শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

সকল