১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়ার্নার

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়ার্নার - ছবি : সংগৃহীত

বিশ্বকাপ শেষ হতেই আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারও শেষ করলেন ডেভিড ওয়ার্নার। ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তিনি, জাতীয় দলের জার্সিতে তাকে দেখা যাবে না আর। ভারতের বিপক্ষে ম্যাচটিই হয়ে থাকল তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।

বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচে যদি-কিন্তুর গোলকধাঁধাঁয় আটকে ছিল অস্ট্রেলিয়ার সেমিফাইনাল স্বপ্ন। তবে আফগানদের কাছে সাকিবরা ৮ রানের হেরে যাওয়ায় সেই স্বপ্ন ফুরিয়েছে। সুপার এইটেই শেষ অজিদের বিশ্বকাপ যাত্রা।

সেই ধাক্কা সামলে ওঠার আগেই ভক্ত-সমর্থকদের আরো একটা দুঃসংবাদ দেন ডেভিড ওয়ার্নার। টেস্ট আর ওয়ানডে থেকে তো আগেই সরে দাঁড়িয়েছিলেন, এবার সিদ্ধান্ত জানান টি-টোয়েন্টি থেকেও অবসরের। ফলে অনেকটা নীরবেই শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ান ক্রিকেটে ওয়ার্নার অধ্যায়।

ক্রিকেট অস্ট্রেলিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ডেভিড ওয়ার্নারের টি-টোয়েন্টি পরিসংখ্যান সম্বলিত পোস্টে তাকে ধন্যবাদ দিয়ে বিদায় নিশ্চিত করেছে।

অস্ট্রেলিয়ার হয়ে ১১০ টি-টোয়েন্টি খেলে তিন হাজার ২৭৭ রান করেছেন তিনি, তাও ১৪২.৪৭ স্ট্রাইক রেটে। ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন ডেভিড ওয়ার্নার। ৩৭ বছর বয়সী ওয়ার্নার ৪৯ সেঞ্চুরিতে আন্তর্জাতিক ক্যারিয়ারে করেছেন প্রায় ১৯ হাজার রান।


আরো সংবাদ



premium cement