১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আফগানিস্তানকে সাধ্যের মাঝেই আটকে দিয়েছে বাংলাদেশ

আফগানিস্তানকে সাধ্যের মাঝেই আটকে দিয়েছে বাংলাদেশ - ছবি : ইএসপিএনক্রিকইনফো

আফগানিস্তানলে সাধ্যের মাঝেই আটকে দিয়েছে বাংলাদেশ। সেই সাথে খানিকটা সহজ করে নিলো সেমিফাইনাল সমীকরণ। ১২ ওভারের মাঝে আফগানদের হারাতে পারলে শেষ চারে পা রাখা হবে টাইগারদের।

সেন্ট ভিনসেণ্টে আজ মঙ্গলবার টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান৷ তবে বাংলাদেশের বোলারদের চাপের মুখে খুব বেশিদূর দৌড়াতে পারেনি রশিদ খানের দল। ৫ উইকেটে ১১৫ রান তুলে শেষ হয় তাদের ইনিংস। জয়ের জন্য বাংলাদেশের ১১৬ রান প্রয়োজন।

বিশ্বকাপে বেশ ভয়ংকর হয়ে উঠেছে আফগানিস্তানের উদ্বোধনী জুটি। রাহমানুল্লাহ গুরবাজ ও ইবরাহীম জাদরান; দু'জনেই আছেন সেরা রান সংগ্রাহকের তালিকায় সেরাদের মাঝে৷ বলা যায় এই আফগানদের টানছেন এই দু'জনে মিলেই।

ফলে এই জুটিটা ভেঙে দেয়া খুব করে প্রয়োজন ছিল। ৪.৩ ওভারে সাকিব আল হাসানে সুযোগ তৈরী করলেও তা কাজে লাগাতে পারেনি। ইবরাহীমের ক্যাচ ছাড়েন হৃদয়। ফলে টসে জিতে আগে ব্যাট করতে নেমে আফগানরা পেয়ে যায় ভালো শুরু।

অবশেষে রিশাদ হোসেনের হাত ধরে আসে প্রথম উইকেট। জমে উঠা আফগানদের ৫৯ রানের উদ্বোধনী জুটি ভেঙেছেন তিনি। ১০. ৪ ওভারে তানজিমের ক্যাচ বানিয়ে ফেরান ইবরাহিমকে। ২৯ বলে ১৮ করে আউট হন এই ব্যাটার।

ইবরাহিম আউট হতেই চাপ আরও বাড়ে আফগানদের। পরের ১৮ বলে আসে মাত্র ৪ রান! সেই চাপ ধরে রেখে দ্রুত আরো কয়েকটা উইকেট তুলে নেয় টাইগাররা। মোস্তাফিজ এই ফাঁকে ফেরান আজমতুল্লাহ ওমরজাইকে। ১২ বলেন ১০ রান আসে তার ব্যাটে।

পরের ওভারে আবারো দৃশ্যপটে রিশাদ। ১৬.১ ওভারে থিতু হয়ে যাওয়া গুরবাজকে ভয়ংকর হয়ে উঠার আগেই ফেরান তিনি। ৫৫ বলে ৪৩ রানে আউট হন গুরবাজ।এক বল পর গুলবাদিন নাইবকেও (৪) ফেরান এই লেগ স্পিনার। পরের ওভারে তাসকিনের শিকার হ মোহাম্মদ নাবি (১)।

শেষ দিলে রাশিদ খানের ১০ বলে ১৯* রানের ঝড়ে ১১৫ পর্যন্ত পৌঁছাত আফগানিস্তান। ৩ উইকেট নেন রিশাদ।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ : রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবদিন নাইব, এন খারুতি রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, নাবীন উল হক, ফজল হক ফারুকি।


আরো সংবাদ



premium cement