১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

একদিনের ব্যবধানে বিশ্বকাপে তিন হ্যাটট্রিক, এবার ক্রিস জর্ডান

- ছবি : সংগৃহীত

এক দিনের ব্যবধানে তিন-তিনটি হ্যাটট্রিক দেখলো টি-টোয়েন্টি বিশ্বকাপ। কামিন্সের ব্যাক টু ব্যাক হ্যাটট্রিকের পর এবার হ্যাট্রিক গড়লেন ক্রিস জর্ডান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হ্যাটট্রিকসহ ৫ বলে নিয়েছেন ৪ উইকেট।

ক্রিস জর্ডানের হ্যাটট্রিকে পুড়েছে যুক্তরাষ্ট্রের কপাল। কেনসিংটন ওভালে রোববার ইংল্যান্ডের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করে যুক্তরাষ্ট্র গুটিয়ে গেছে ১৮.৫ ওভারে ১১৫ রানে। শেষ ৬ বলে কোনো রান না তুলেই হারায় ৫ উইকেট!

আগে ব্যাট করা যুক্তরাষ্ট্র নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৪ ওভার শেষে ৫ উইকেট তুলে ৮৮ রান। যেখানে বলার মতো ইনিংস ছিল কেবল নিতিশ কুমারের ২৪ বলে ৩০। বাকিদের কেউ ভালো করতে পারেনি।

এরপর হারমিত সিং ও কোরি আন্ডারসন মিলে পরের ২৩ বলে আর কোনো উইকেট না হারিয়ে দলকে পৌঁছে দেন ১১৫ রানে। কিন্তু এরপরই বাঁধে বিপত্তি। ১৮তম ওভারের শেষ বলে হারমিত ফেরেন ১৭ বলে ২১ রান করে।

নতুন ওভারের প্রথম বলে আন্ডারসনকে (২৯) ফেরান জর্ডান। পরের বল কোনো রকমে ঠেকিয়ে দিলেও এরপর টানা তিন বলে আলি খান, নশতুষ ও নেত্রভালকারকে ফিরিয়ে হ্যাটট্রিক গড়েন জর্ডান।

এর আগে দিনের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স হ্যাটট্রিক গড়েন আফগানিস্তানের বিপক্ষে। ইনিংসের শেষ তিন বলে ৩ উইকেট নেন এই পেসার। শুধু তাই নয়,
শুক্রবার রাতে বাংলাদেশের বিপক্ষেও হ্যাটট্রিক গড়েন প্যাট কামিন্স।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে হ্যাট্রিকের পর, পরের ১৪ বছরে বিশ্বকাপে আর হ্যাটট্রিক হয়নি৷ এই খরা কাটে ২০২১ বিশ্বকাপে, সেই আসরে তিনটা হ্যাটট্রিক দেখে ক্রিকেট বিশ্ব। আর ২০২২ আসরেও হ্যাটট্রিক হয় দুটো।

 


আরো সংবাদ



premium cement