১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জয়ের পথ থেকে ছিটকে গেছে বাংলাদেশ

জয়ের পথ থেকে ছিটকে গেছে বাংলাদেশ - ছবি : সংগৃহীত

জয়ের পথ থেকে অনেকটাই ছিটকে গেছে বাংলাদেশ। ১৫ ওভার পাড়ি দিলেও আসেনি প্রত্যাশিত রান। দলকে বলা যায় বলা যায় একাই টানছেন নাজমুল শান্ত। বাংলাদেশ অধিনায়ক ব্যাট করছেন ৩১ বলে ৪০ রানে। মাহমুদউল্লাহকে নিয়ে চলছে তার লড়াই। এখনো ৩০ বলে চাই ৮৯ রান।

রান তাড়ায় লিটন দাস-তানজিদ তামিম জুটি অনেকটাই জমে উঠেছিল। দেখেশুনেই খেলছিলেন দু'জনে। তবে সেই ছন্দ বেশিক্ষণ থাকেনি, লিটনকে ফেরান হার্দিক পান্ডিয়া। প্রিয় প্রতিপক্ষের বিপক্ষেও পারলেন না রানে ফিরতে। ১০ বলে ১৩ করে আউট হন তিনি।

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ইনিংসটা এগিয়ে নিচ্ছিলেন তানজিদ তামিম। তবে থিতু হয়েও তামিম পারেননি ইনিংসটা বড় করতে, ৩১ বলে ২৯ রানে কুলদীপ যাদব ফেরান তাকে। পরের দুইটা উইকেটও আসে কুলদীপের থেকেই।

প্রথমে তাওহীদ হৃদয়কে ফেরান এলবিডব্লুর ফাঁদে ফেলে, মাত্র ৪ রানে। পরের ওভারে এসে সাকিবকেও ভরেন ঝুলিতে। ৭ বলে ১১ রানে ফেরেন তিনি। ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০০ রানে পৌঁছায় বাংলাদেশ।


আরো সংবাদ



premium cement