ভারত-বাংলাদেশ লড়াইয়ে কারা এগিয়ে
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ জুন ২০২৪, ১৪:৪৮, আপডেট: ২২ জুন ২০২৪, ১৪:৫১
সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ শনিবার মাঠে নামছে বাংলাদেশ। সুপার এইটে প্রথম জয়ের খোঁজে টাইগাররা মুখোমুখি হবে ভারতের। অ্যান্টিগাতে গড়াবে খেলা, স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে লড়াই শুরু রাত সাড়ে ৮টায়।
ভারতের জন্য এই ম্যাচটা শেষ চারে এক পা দিয়ে রাখার সুযোগ হলেও বাংলাদেশের জন্যে আসরে টিকে থাকার লড়াই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটের প্রথম ম্যাচটা হেরে যাওয়ায় এখন খাদের কিনারে দাঁড়িয়ে টাইগাররা, পা ফসকালেই শেষ বিশ্বকাপ। শেষ হবে সেমিফাইনাল স্বপ্নও।
বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজেয় ভারত। পাঁচ ম্যাচ খেলে জিতেছে সবগুলোতেই। যদিও পাকিস্তান বাদে প্রতিদ্বন্দ্বিতা করার মতো দল ছিল না কেউ। সুপার এইটের প্রথম ম্যাচে উড়িয়ে দিয়েছে আফগানিস্তানকে। ফলে আত্মবিশ্বাসে টইটম্বুর হয়েই বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে তারা।
বিপরীতে বোলারদের ওপর ভর করে সুপার এইটে এসেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা, নেপাল, নেদারল্যান্ডসকে হারালেও পারেনি দক্ষিণ আফ্রিকার সাথে। খুব কাছে গিয়েও হাত ফসকায় জয়। তবে সুপার এইটের প্রথম ম্যাচে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়ার কাছে। এখনো দগদগে সেই হারের ক্ষত।
সেমিফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাংলাদেশকে আজ করতে হবে অসাধ্য সাধন, লিখতেই হবে ‘ভারত বধ’ গল্প। যা সহজ হবে না মোটেও। টাইগারদের থেকে সব দিকেই যোজন যোজন এগিয়ে কোহলি-রোহিতরা, চোখ রাঙাচ্ছে বাস্তবতা। পরিসংখ্যানও কথা বলে না বাংলাদেশের পক্ষে।
ওয়ানডেতে ৪১ বারের মোকাবেলায় ৮টি জিতলেও টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বেশ বিবর্ণ বাংলাদেশের রেকর্ড। এখন পর্যন্ত ভারতের বিপক্ষে ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে জয় কেবল একটি ম্যাচে, ২০১৯ সালে ভারত সফরে।
শুধু বৈশ্বিক আসরে তাকালে অর্জনের খাতা শূন্য। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত চারবার দেখা হয়েছে বাংলাদেশ ও ভারতের। যেখানে চারটি জয়ই ভারতের। অবশ্য গল্পটা ভিন্ন হতে পারতো, যদি না ২০১৬ বিশ্বকাপে অমন ঘটনা না ঘটতো! সেবারে ৩ বলে ২ রান মেলাতে না পারার আক্ষেপ গত আট বছরেও মেটেনি।
দুই দলের দেখায় সর্বোচ্চ রান রোহিত শর্মার। ভারতীয় এই অধিনায়ক ১২ ইনিংসে প্রায় ৩৮ গড়ে করেছেন ৪৫৪ রান। এবারো বাংলাদেশের গলার কাঁটা হয়ে উঠতে পারেন তিনি। সেরা পাঁচে থাকাদের মাঝে এবারের বিশ্বকাপে আছেন আর কেবল বিরাট কোহলি। তার রান ১৯৩।
তবে ছয়ে ও সাতে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাস। ১৮৫ রান মাহমুদউল্লাহ, লিটন ৭ ম্যাচে করেন ১৫৭ রান।
উইকেটের পাল্লাও ভারতীয়দেরই। যুবেন্দ্র চাহাল আর দীপক চাহারের আছে ৯টা করে উইকেট। তবে সেরা ছয়ে থাকাদের মাঝে চাহালই আছেন কেবল বিশ্বকাপে। সাতে থাকা সাকিব আল হাসানের উইকেট সংখ্যা ৭ ইনিংসে ৬টি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা