০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১, ৮ শাবান ১৪৪৬
`

নিজে রান পেলেও রানের জন্যই হাহাকার শান্তের

নিজে রান পেলেও রানের জন্যই হাহাকার শান্তের - ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি বলতে কেবল নাজমুল হোসেন শান্তের রানে ফেরা। বিশ্বকাপে প্রথমবারের মতো ২০ রানের গণ্ডি পাড়ি দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। খেলেছেন ৪১ রানের ইনিংস, তবে দলকে জেতাতে না পারার আক্ষেপ রয়েছে তার।

হার দিয়েই শুরু হয়েছে বাংলাদেশের সুপার এইট পর্ব। শুক্রবার সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টি আইনে ২৮ রানে হারে টাইগাররা। এই হারের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনের কণ্ঠে ঝরল কম রান করার আক্ষেপ।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘উইকেট একটু মন্থর হলেও ভালো ছিল। আমাদের অন্তত ১৭০ রান করা উচিত ছিল।’

এরপর সংবাদ সম্মেলনেও অধিনায়কের কণ্ঠে শোনা যায় একই সুর। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘আজকের উইকেট ফ্ল্যাট ছিল। ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল। আমরা আগের চেয়ে ভালো ব্যাটিং করেছি ঠিকই। তবে আমাদের ১৬০ থেকে ১৭০ রান করা উচিত ছিল।’

যে উইকেটে অস্ট্রেলিয়া রান তুলেছে অনায়াসে, ১১.২ ওভারেই পৌঁছেছে তিন অঙ্কের ঘরে, সেখানে বাংলাদেশের কেন ১৪০ তুলতেই দম যায় যায়! কেন পারেন না লিটন-সাকিবরা? এই প্রশ্নে নাজমুলের উত্তর, ‘আমরা আজ পরিকল্পনামাফিক খেলতে পারিনি। বিশেষ করে নতুন বলে পাওয়ার প্লেতে ভালো করতে পারিনি। শেষ ৫-৬ ওভারে ফিনিশিংও ভালো হয়নি। এ সময় আমরা অনেক উইকেট হারিয়েছি। শেষটা ভালো করতে পারলে ১৬০ থেকে ১৭০ রান হতে পারতো।’

অস্ট্রেলিয়ার কাছে হারায় সেমিফাইনাল স্বপ্ন কঠিন হয়ে উঠেছে বাংলাদেশের। যদিও সম্ভাবনা আছে, তবে বাংলাদেশকে সুপার এইটের শেষ দু’টি ম্যাচ জিততেই হবে। যেখানে আগামীকাল এন্টিগাতেই ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর দু’দিন পর প্রতিপক্ষ আফগানিস্তান।

এই ম্যাচগুলোতে নিজেদের পরিকল্পনা নিয়ে শান্ত বলেন, ‘ম্যাচ দুটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দু’টি ম্যাচই জিততে পারলে আমরা আরো ভালো অবস্থানে যাব। অবশ্যই প্রত্যেক ম্যাচই আমরা জেতার জন্য খেলব। দলের কাছে আমার চাওয়া, সবাই যেন স্বাধীনভাবে খেলে। কিন্তু এখন যেভাবে ব্যাট করছি, তা আবার করলে জয় পাওয়া খুব কঠিন।’

শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামার আগেও তো ব্যাটসম্যানদের ওপর তেমন কোনো চাপও ছিল না। তবু ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারছেন না কেন? এই প্রশ্নে নিরুত্তর শান্ত। তবে তিনি বলেন, ‘কেন পারছি না, সেটা বলা মুশকিল। দলের সবার সামর্থ্য আছে। অতীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় করেও দেখিয়েছে। কিন্তু এখন কেন হচ্ছে না, এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই।’


আরো সংবাদ



premium cement
আইন কেউ নিজের হাতে তুলে নেবে না সেটাই আমরা চাই : মেজর হাফিজ রোহিঙ্গা সঙ্কটের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জাতিসঙ্ঘ প্রধান আওয়ামী লীগের বড় শত্রু শেখ হাসিনা : আব্দুল্লাহ মুহাম্মদ তাহের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২ হলের নাম পরিবর্তন পুলিশের এক ডিআইজি ও তিনজন এসপি আটক ‘ফ্যাসিস্ট আ’লীগ দেশে দুঃশাসন কায়েম করেছিল’ মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ধর্ম উপদেষ্টার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে : ভিপি নূর গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি, আহত ১ ছাত্রদের উপর হামলার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা সারজিসের শ্রমিক সমস্যার একমাত্র সমাধান ইসলামী শ্রমনীতি : আ ন ম শামসুল ইসলাম

সকল