১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রিশাদের জোড়া উইকেটে ম্যাচে ফিরল বাংলাদেশ

রিশাদের জোড়া উইকেটে ম্যাচে ফিরল বাংলাদেশ - ছবি : সংগৃহীত

বৃষ্টি থামতেই উইকেটের দেখা পেল বাংলাদেশ। রিশাদ হোসেনের হাত ধরে হলো প্রথম উইকেটের পতন। নিজের প্রথম ওভারেই ফিরিয়েছেন ট্রাভিস হেডকে। ২১ বলে ৩১ রানে বোল্ড হন এই অজি ওপেনার।

দ্বিতীয় উইকেটের দেখা পেতে অবশ্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি। অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শকেও ফেরান রিশাদ। ৮.৫ ওভারে ৬ বলে ১ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন মার্শ।

উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে চোখ রাঙায় অস্ট্রেলিয়া। পাওয়ার প্লেতে বিনা উইকেটে তুলে নেয় ৫৯ রান। বৃষ্টির আগে ৬.২ ওভারে অপরাজেয় এই জুটিতে আসে ৬৪। তবে এরপরই দৃশ্যপটে আসেন রিশাদ।

তবে এখনো গলার কাঁটা হয়ে মাঠে আছেন ডেভিড ওয়ার্নার। ব্যাট করছেন ৩০ বলে ৪১ রানে। এই মুহূর্তে অজিদের সংগ্রহ ১০ ওভার শেষে ২ উইকেটে ৮০ রান। জয়ের জন্য তাদের এখনো প্রয়োজন ৬০ বলে ৬১ রান, হাতে আছে ৮ উইকেট।

এর আগে, তাওহীদ হৃদয় আর নাজমুল শান্তের ব্যাটে মান বাঁচায় বাংলাদেশ। দু’জনেই খেলেন চল্লিশোর্ধ রানের ইনিংস। তবে সতীর্থদের ব্যর্থতায় আশানুরূপ পুঁজি আসেনি স্কোরবোর্ডে। ৮ উইকেটে তোলে ১৪০ রান। বিপরীতে আসরের প্রথম হ্যাটট্রিক তুলে নেন প্যাট কামিন্স।


আরো সংবাদ



premium cement