১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এন্টিগায় বৃষ্টি, থমকে আছে খেলা

এন্টিগায় বৃষ্টি, থমকে আছে খেলা - ছবি : ইএসপিএনক্রিকইনফো

এন্টিগায় আবারো বৃষ্টি, থমকে গেছে খেলা। জয়ের সুবাস নিয়েই মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়া। ১৪১ রানের লক্ষ্য তাড়ায় বাধাহীন ছুটছে তারা। ৬.২ ওভারে স্কোরবোর্ডে তুলেছে বিনা উইকেটে ৬৪ রান।

উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে অস্ট্রেলিয়া। পাওয়ার প্লেতে বিনা উইকেটে তুলে নেয় ৫৯ রান। বৃষ্টির আগে অপরাজেয় এই জুটিতে এসেছে ৬৪।জয়ের জন্য এখনো চাই ৭৭ রান। হাতে আছে সব কয়টি উইকেট।

এর আগে তাওহীদ হৃদয় আর নাজমুল শান্তের ব্যাটে মান বাঁচায় বাংলাদেশ। দু'জনেই খেলেন চল্লিশোর্ধ রানের ইনিংস। তবে সতীর্থদের ব্যর্থতায় আশানুরূপ পুঁজি আসেনি স্কোরবোর্ডে। ৮ উইকেটে তুলে ১৪০ রান। বিপরীতে আসরের প্রথম হ্যাটট্রিক তুলে নেন প্যাট কামিন্স।


আরো সংবাদ



premium cement