১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাংলাদেশ-অস্ট্রেলিয়া : মুখোমুখি দেখায় এগিয়ে যারা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া : মুখোমুখি দেখায় এগিয়ে যারা - ছবি : সংগৃহীত

কাগজে-কলমে নিজেদের সেরা বিশ্বকাপ কাটাচ্ছে বাংলাদেশ। পূরণ হয়েছে আরাধ্য সুপার এইট স্বপ্ন। প্রায় দেড়যুগ পর আবারো উঠে এসেছে বিশ্বকাপের সেরা আটে। তবে এবার টাইগারদের সামনে সুযোগ সাফল্যের পাল্লা আরো ভারী করার। হাতছানি দিচ্ছে সেমিফাইনাল।

বিশ্বকাপ শুরুর আগে যদি কেউ বলতো যে ‘বাংলাদেশ সেমিফাইনাল খেলবে’, লোকে তাকে পাগল বলতে হয়তো দ্বিতীয়বার ভাবতো না। যেই দলটা যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে আসর শুরু করে, তাদের কাছে শেষ চার আকাশকুসুম কল্পনাই বটে।

তবে এখন দৃশ্যপট বদলে গেছে, গল্পে এসেছে ভিন্নতা। সবাইকে অবাক করে বাংলাদেশ উঠে এসেছে সুপার এইটে। শেষ চার এখনো যদিও শুধুই স্বপ্ন, তবুও ব্যাটে-বলে মিলে গেলে অসম্ভব তো আর কিছু নয়। ক্রিকেটে তো অসম্ভব কত কিছুই হয়, এবার না হলো আমাদের পক্ষে।

শুক্রবার ভোর সাড়ে ৬টায় সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হবেন সাকিব-শান্তরা।

২০০৭ সালের পর প্রথমবার সুপার এইটে এসেছে বাংলাদেশ। তবে এই পর্বে এখনো জয় অধরা টাইগারদের। অস্ট্রেলিয়া বিপক্ষে মাঠে নামবে সাকিব-শান্তরা সেই ক্ষুধা পূরণের লক্ষ্যেই। যদিও তা মোটেও সহজ হবে না, পূর্ণ শক্তি নিয়েই যে প্রস্তুত অস্ট্রেলিয়া।

ইতিহাস, ঐতিহ্য বা পরিসংখ্যান; সবই কথা বলবে অস্ট্রেলিয়ার পক্ষে। বাংলাদেশের বিপক্ষে ১০টি টি-টোয়েন্টি খেলে অজিদের জয় ছয়টি ম্যাচে। বাংলাদেশ জয়ী হয়ে মাঠ ছেড়েছে বাকি চারবার। পরিসংখ্যান হয়তো বলবে খুব একটা ব্যবধান নেই, তবে বাস্তবতা ভিন্ন।

বাংলাদেশের চারটা জয়ই মিরপুরে, ২০২১ সালে দু’দলের খেলা একমাত্র দ্বি-পক্ষীয় সিরিজে। পাঁচ ম্যাচের সেই সিরিজ ৪-১ ব্যবধানে জিতে বাংলাদেশ। তবে মিরপুরের সেই পিচ নিয়ে আছে বিতর্ক। বাজে উইকেটের সুবিধা নিয়ে টাইগাররা ধসিয়ে দিয়েছিল অজিদের। তাছাড়া পূর্ণ শক্তির অস্ট্রেলিয়া দল আসেনি সেই সফরে।

ওই পাঁচ ম্যাচের সিরিজ বাদ দিলেই দেখা যায় বাস্তবতা। বিশ্বকাপে দু’দল মুখোমুখি হয়েছে পাঁচবার, যেখানে সবগুলোতেরই বড় জয় অজিদের। বাংলাদেশ জিততে পারেনি কখনো।

এবার কি খরা কাটাতে পারবে বাংলাদেশ, পারবে বিশ্বমঞ্চে প্রথমবার অস্ট্রেলিয়া বধ রূপকথা লিখতে? সেমিফাইনালের দৌড়ে টিকে থাকলে যে এমন অঘটন ঘটাতেই হবে টাইগারদের।

যেখানে বাংলাদেশ দলের তুরুপের তাস হতে পারেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে বেশ উজ্জ্বল তার পরিসংখ্যান। মুখোমুখি দেখায় প্রায় ২৯ গড়ে ব্যক্তিগত সর্বোচ্চ ২৫৭ রান তার। বল হাতেও দ্বিতীয় সেরা তিনি। ১২ উইকেট আছে তার ঝুলিতে। শীর্ষে অ্যাডাম জাম্পার কেবল একটা বেশি।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল