বোর্ডের সাথে চুক্তি থেকে সরে দাঁড়ালেন উইলিয়ামসন
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ জুন ২০২৪, ১৩:৩৭
বিশ্বকাপে ব্যর্থতার জেরে নিজেকে নিজেই শাস্তি দিলেন কেন উইলিয়ামসন। বিশ্বকাপে দলের ভরাডুবির দায় নিজের কাঁধে তুলে নিলেন তিনি। কিউই এই অধিনায়ক সরে দাঁড়ালেন বোর্ডের সাথে কেন্দ্রীয় চুক্তি থেকে।
এবারের বিশ্বকাপে ভালো করতে পারেনি কিউইরা, মাত্র দুই জয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে নিউজিল্যান্ড। শুধু তাই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসেই এবারই প্রথম গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো কিউইরা।
দলের ব্যর্থতার মাঝে ব্যর্থ ছিলেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসনও। চার ম্যাচে ব্যাট হাতে মাত্র ২৮ রান করেছেন তিনি। বিশ্বমঞ্চে নিজের এমন পারফরম্যান্স উইলিয়ামসনের নিজেরই মনপুত হয়নি। সেই সুবাদে নিজেই নিয়েছেন কঠিন এই সিদ্ধান্ত!
ফলে এখন থেকে সাদা বলের ক্রিকেটে উইলিয়ামসনকে আর নেতৃত্বে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। তাছাড়া কেন্দ্রীয় চুক্তিতে না থাকায় তাকে খেলানোর জন্য জোর করতে পারবে না বোর্ড। তবে নিউজিল্যান্ডের খেলাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলেই জানিয়েছেন উইলিয়ামসন।
বুধবার এক বিবৃতিতে কিউই অধিনায়ক বলেন, ‘বিভিন্ন ফরম্যাটে দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা, এমন একটি বিষয় যাতে আমি খুবই আগ্রহী। এটি এমন একটি বিষয় যাতে আমি অবদান রাখতে চাই।’
‘তবে ক্রিকেটের বাইরেও আমার জীবন আছে- আমার পরিবারের সাথে আরো বেশি সময় কাটানো এবং দেশে বা বিদেশে অন্যদের সাথে অভিজ্ঞতা উপভোগ করা আমার কাছে আরো গুরুত্বপূর্ণ বিষয় মনে হয়েছে,’ যোগ করেন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা