ফ্রান্সের জয়, নাক ফাটল এমবাপ্পের
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ জুন ২০২৪, ০৬:০৬
শিরোপা জয়ের লক্ষ্যেই এবারের ইউরোতে পা রেখেছে ফ্রান্স। এমবাপ্পে, গ্রিজম্যান, কন্তেদের নিয়ে গড়া দলটা যেকোনো প্রতিপক্ষকেই চোখ রাঙাবে। তবে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রিয়ার সাথে জালের দেখা পায়নি ফরাসিরা। যদিও ভাগ্যের জেরে ঠিকই জয় পেয়েছে।
এবারের ইউরোতে নিজেদের প্রথম ম্যাচে জার্মানির ডুসেলডর্ফে সোমবার অস্ট্রিয়ার মুখোমুখি হয় ফ্রান্স। যেখানে ১-০ গোলে জয় পায় ফরাসিরা। তবে ব্যবধান গড়ে দেয়া একমাত্র গোলটা এসেছে আত্মঘাতী থেকে।
স্বস্তির জয় পেলেও ফ্রান্স বড় ধাক্কা খেয়েছে। মারাত্মক চোটে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের শেষ দিকে হেড করতে গিয়ে অস্ট্রিয়ান কেভিন দানসোর সাথে সংঘর্ষে নাক ভেঙেছে তার। নাক থেকে রক্ত ঝরতে ঝরতে মাঠ ছাড়েন তিনি।
তবে এর আগেও জয়সূচক গোলটা পেয়ে যায় ফ্রান্স। গোলটা আসে এমবাপ্পের সৌজন্যেই। তার নেয়া শট ঠেকাতে গিয়েই ৩৮তম মিনিটে নিজেদের জালেই আত্মঘাতী গোল করে বসেন অস্ট্রিয়ান সেন্টার ব্যাক ম্যাক্সিমিলান ওবার।
৫৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে। বক্সের ভেতর গোলরক্ষককে একা পেয়েও সফল হতে পারেননি, অবিশ্বাস্যভাবে লক্ষ্যভ্রষ্ট শট নেন এই বিশ্বকাপজয়ী তারকা।
পরপর দুই মিনিটে নিশ্চিত আরও দুটি সুযোগ পায় ফ্রান্স; কিন্তু ব্যর্থতার জাল ছিড়তে পারেনি তারা। ৬৭তম মিনিটে গ্রিজমান গোলমুখে বলে টোকা দিতে পারেননি আর মার্কাস থুরামের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক।
সমানতালে লড়াই করল অস্ট্রিয়াও। তাতে শেষ মিনিট পর্যন্ত সমতায় ফেরার সম্ভাবনাও বাঁচিয়ে রেখেছিল তারা। বারবার কাঁপিয়ে দিয়েছে ফ্রান্সের রক্ষণ। তবে শেষ পর্যন্ত আর ওই সমতাসূচক গোলটা পায়নি অস্ট্রিয়া।
এদিকে এমবাপ্পে চোট পেলে তার বদলি হয়ে আসেন অলিভিয়ের জিরু। ৩৭ বছর ২৬১ দিন বয়সী জিরু তাতে রেকর্ড বইতে নাম তোলেন ইউরোতে ফ্রান্সের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হয়ে। তবে অভিজ্ঞতার মূল্য দিতে পারেননি, বেশ কয়েকটি সুযোগ মিস করেছেন তিনিও।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা