১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

- ছবি - ইন্টারনেট

অপেক্ষাটা দীর্ঘ প্রায় দেড় যুগের। টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরে সুপার এইটে খেলেছিল বাংলাদেশ। এরপর পেরিয়েছে সাতটি আসর। তবে গ্রুপ পর্বের বাধা উৎরানো হয়নি একবারও। অবশেষে এবার নেপালকে উড়িয়ে সেই আক্ষেপ ঘুচালো টাইগাররা।

সোমবার আরনস ভেল গ্রাউন্ডে নেপালকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে নিজেরা ১৯.৩ ওভারে ১০৬ রানে আটকে গেলেও নেপালকে ১৯.২ ওভারে মাত্র ৮৫ রানে গুটিয়ে দেন সাকিব-মোস্তাফিজরা।

‘সুপার এইটে’ সাত দল নিশ্চিত হয়েছিল আগেই। আট দলের শেষ জায়গাটা দখলে নিতে তাই অধীর আগ্রহে চেয়েছিল বাংলাদেশ ও নেদারল্যান্ডস। তবে ডাচদের হিসেবের বাহিরে রেখেই দক্ষিণ আফ্রিকার সঙ্গী হলো টাইগাররা। দ্বিতীয়বারের মতো সুপার এইটে বাংলাদেশ।

বাংলাদেশের জয়ের সাথে সাথেই বন্ধ হয় সুপার এইটের দরজা। শেষ দল হিসেবে টাইগাররা নাম লেখানোর আগেই ‘এ’ গ্রুপ গ্রুপ থেকে ভারতের সাথে সুপার এইট নিশ্চিত করে চমক দেখায় যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেই বাজিমাত করেছে দলটা। তাতে অবশ্য কপাল পুড়েছে পাকিস্তানের।

'বি’ গ্রুপ থেকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সুপার এইটে উঠেছে। যদিও ইংলিশদের কড়া পরীক্ষা দিয়ে আসতে হয়েছে।

আর ‘সি’ থেকে সেরা আটে পৌঁছেছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এই গ্রুপ থেকে বিদায় নিয়েছে নিউজিল্যান্ড।

'ডি' গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ এসেছে সুপার এইটে। যেখানে বাদ পড়েছে শ্রীলঙ্কা।

এই আটটা দল দুই ভাগে ভাগ হয়ে খেলবে সুপার এইট পর্ব। যেখানে গ্রুপ ওয়ানে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের সাথে আছে বাংলাদেশ। বিপরীতে গ্রুপ ২ তে আছে যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও দক্ষিণ।

সুপার এইটে বাংলাদেশের প্রথম ম্যাচ ২১ জুন, অস্ট্রেলিয়ার বিপক্ষে এন্টিগাতে৷ পরদিন একই ভেন্যুতে ভারতের বিপক্ষে খেলবেন টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে খেলার আগে অবশ্য খানিকটা সুযোগ পাবে বাংলাদেশ, ২৫ জুন সুপার এইট পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

যেখানে সব সমীকরণ মেটালে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে বাংলাদেশ।


আরো সংবাদ



premium cement