শুরুতেই চাপে বাংলাদেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ জুন ২০২৪, ০৫:৫১, আপডেট: ১৭ জুন ২০২৪, ০৬:০৮
সুপার এইট নিশ্চিত করার মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ প্রতিপক্ষ নেপাল। কিংসটাউনে মুখোমুখি হয়েছে দুই দল। এতে টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। খেলা শুরু হয়েছে সাড়ে ৫টায়। ইতোমধ্যেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে বাংলাদেশ।
সারা দেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আযহা৷ আনন্দমুখর এমন দিনে আনন্দ আরও বাড়িয়ে দিতে মাঠে নেমেছেন সাকিব-শান্তরা। নেপালের বিপক্ষে জয় এনে দিতে পারে ঈদ উদযাপনের পূর্ণতা।
আজ নেপালকে হারাতে পারলে আর কোনো সমীকরণ ছাড়াই সুপার এইটে নিশ্চিত হবে বাংলাদেশের। ২০০৭ সালের পর এই প্রথমবার এমন অর্জনের হাতছানি টাইগারদের সামনে।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন নেপাল অধিনায়ক। কোনো পরিবর্তন ছাড়াই একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ তানজিম সাকিব ও মোস্তাফিজুর রহমান।
নেপাল একাদশ : রোহিত পাউডেল (অধিনায়ক), কুশল ভুর্টেল, আসিফ শেখ, সুদীপ জোরা, কুশল মাল্লা, দীপেন্দ্র সিং আইরি, গুলসান ঝা, সোমপাল কামি, করণ কেসি, অবিনাশ বোহারা ও ললিত রাজবংশী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা