বৃষ্টিতে বাতিল ম্যাচ, অপরাজিত থেকেই সুপার এইটে ভারত
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ জুন ২০২৪, ০৭:৫৯
আশঙ্কা ছিলই। আর সেটাই সত্যি হলো শেষ পর্যন্ত। বৃষ্টিতে মাঠ ভিজে থাকায় শনিবার ভণ্ডুল হয়ে গেল লডারহিলে ভারত বনাম কানাডা ম্যাচ। ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে থাবা বসাল বৃষ্টি। তাতে অবশ্য বিশ্বকাপের লিগ টেবিলে বড়সড় কোনও বদল ঘটল না। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করে সুপার এইটের অভিযান নামবেন রোহিতরা। দ্বিতীয় স্থানে থাকা আমেরিকার পয়েন্ট ৫। গত শুক্রবার বিশ্বকাপে আয়ারল্যান্ডের সঙ্গে তাদেরও ম্যাচ ভণ্ডুল হয়ে যায়। যার ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে।
বৃষ্টির জন্য এর আগে প্র্যাক্টিসেও নামতে পারেননি রোহিতরা। ম্যাচ আয়োজন করা নিয়ে তখন থেকেই প্রশ্নচিহ্ন ছিল। কারণ স্টেডিয়াম থেকে ৪০ মিনিট দূরত্বের এলাকা কার্যত বন্যায় ডুবে গিয়েছে। তাছাড়া লডারহিলের নিকাশি ব্যবস্থা একেবারেই উন্নত নয়। যেটা আমেরিকা ম্যাচের ক্ষেত্রেও দেখা গিয়েছে। ঘণ্টা দুয়েক আগে বৃষ্টি থামলেও মাঠের পানি বের করা যায়নি। এদিনও তাই ঘটল। মাঝে মাঝে দেখা যাচ্ছিল রোহিত-বিরাটদের মুখ। খুব একটা উদ্বেগের চিহ্ন নেই যদিও। বাইরের আকাশের কালো মেঘ টিম ইন্ডিয়ার সাজঘরে ঢুকতে পারেনি। আয়ারল্যান্ড, আমেরিকাকে সহজেই উড়িয়েছেন তারা। পাকিস্তানের বিরুদ্ধে সঠিক সময়ে জ্বলে উঠেছেন বোলাররাও।
বৃষ্টি অবশ্য সরাসরি থাবা বসায়নি। তবে ভিজে ছিল আউটফিল্ড। ভারতীয় সময় রাত ৮টার সময় পরিদর্শন করেছিলেন ম্যাচ অফিসিয়ালরা। ফের পরীক্ষা করা হয় রাত নটার সময়। চারটে ব্লোয়ার দিয়ে মাঠ শোকানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হয়। ম্যাচের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার পর মাঠে নেমে কানাডার ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেন বিরাট-রোহিতরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা