টেস্ট অধিনায়কত্ব থেকে বাবরকে দূরে রাখার সিদ্ধান্ত
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ জুন ২০২৪, ১৮:১৫
টি-২০ বিশ্বকাপে দলীয় ও ব্যক্তিগতভাবে ব্যর্থ হওয়ার পর টেস্ট দলের অধিনায়কত্ব থেকে বাবর আজমকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
শনিবার জিও নিউজ জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে দু’টি টেস্ট ম্যাচের আসন্ন হোম সিরিজে বাবরকে অধিনায়কত্ব দেয়া হবে না।
এর আগে টি-২০-এর অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিকে সরিয়ে বাবরকে ফের এ দায়িত্ব দেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভী। ৭ সদস্য বিশিষ্ট নির্বাচক প্যানেলের সুপারিশে বাবরকে আগামী ২০২৫ সালে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সাদা বলের অধিনায়কত্ব দেয়া হয়।
একইসাথে এটিও প্রায় নিশ্চিত ছিল যে- বিশ্বকাপের পর বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেও পাকিস্তান জাতীয় দলের নেতৃত্বভার দেয়া হবে বাবরকে কিন্তু বিশ্বকাপে ব্যর্থতার পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ওই দু’টি টেস্টে তার অধিনায়কত্বের ওপর আস্থা রাখতে পারছে না পিসিবি।
এ কারণে টেস্টের নেতৃত্ব আপাতত শান মাসুদই সামলাবেন বলে জানিয়েছে জিও নিউজ। আর অধিনায়ক শান মাসুদের সাথে অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি পাকিস্তান টেস্ট দলের কোচ হিসেবে দায়িত্ব নেবেন।
সূত্র : ডেইলি জংগ ও জিও নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা