দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়ে বাংলাদেশকে হুমকি দিয়ে রাখল নেপাল
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ জুন ২০২৪, ০৭:২২
বাংলাদেশকে যেন ‘হুমকি’ দিয়ে রাখল নেপাল। মুখোমুখি হবার আগেই যেন চোখ রাঙাচ্ছে টাইগারদের। কাগজে-কলমে ছোট দল হলেও, দূর্বল ভাবলে যে ভুল করবে সাকিব-শান্তরা; তাই যেন বলে গেল আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ জুন বাংলাদেশের মুখোমুখি হবে নেপাল। তার আগে আজ (শনিবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে হিমালয়ের দেশটা।
যেখানে দুর্দান্ত বোলিংয়ে প্রোটিয়াদের কাঁপিয়ে দিয়েছে তারা।
বিশ্বকাপের অন্যতম শক্তিশালী ব্যাটিং লাইনআপ বলা হচ্ছিলো দক্ষিণ আফ্রিকার। তবে আজ তাদের সেই দর্প চূর্ণ করে দিয়েছে নেপাল। পুরো ম্যাচ জুরে হাত খুলতেই দেয়নি প্রোটিয়াদের। আটকে দিয়েছে ৭ উইকেটে মাত্র ১১৫ রানে।
সেন্ট ভিনসেণ্টে টসে হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে শুরু থেকেই চেপে ধরেন দীপেন্দ্র সিং, কুশাল ব্রুটালরা। প্রথম ১০ ওভারে মাত্র ১ উইকেট হারালেও রানে গতি ছিল না, আসে মাত্র ৫৭ রান।
১১.২ ওভারে এসে দ্বিতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। কুশালের শিকার হয়ে ফেরেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। ২২ বলে ১৫ রানে ফেরেন তিনি। এর আগে ৩.৪ ওভারে উদ্বোধনী জুটি ভাঙে ডি কক ফিরলে, দীপেন্দ্রর প্রথম শিকার হয়ে ফেরেন ১০ রানে।
তবে এরপরই প্রোটিয়াদের আরো চেপে ধরেন নেপালের স্পিনাররা। হেনরিখ ক্লাসেন ৩ ও মার্কো জানসেন ফেরেন ১ রানে। একপাশ আগলে রাখা রেজা হেনড্রিকসও ফেরেন এর মাঝেই। ১৫.৩ ওভারে ৪৯ বলে ৪৩ রানে দীপেন্দ্রর বলে আউট হন তিনি।
ডেভিড মিলার বিতর্কিত ভাবে জীবন পেলেও তা কাজে লাগাতে পারেননি, ৭ রানেই শেষ হয় তার ইনিংস। তবে প্রোটিয়ারা তিন অংকের ঘরে পৌঁছে মূলত ট্রিস্টান স্টাবসের ব্যাটে। ১৮ বলে অপরাজিত ২৭* রান তোলে দলকে পৌঁছান ১১৫ রানে।
দীপেন্দ্র সিং ৩ ও কুশাল ব্রুটাল নেন ৪ উইকেট। উইকেট না পেলেও দারুণ বল করেন সন্দিপ লামিচানে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা