আবারো চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ জানিয়ে চ্যাম্পিয়ন সাকিব
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ জুন ২০২৪, ০৫:৫১
বাজে সময়ের ঘূর্ণিপাকে যেন আটকা পড়েছিলেন সাকিব। কিছুই যেন কিছু হচ্ছিল না, ব্যাটটা মোটেও কথা শুনছিল না। টি-টোয়েন্টিতে শেষ কবে ব্যাট উঁচিয়ে ধরেছিলেন, তাও যেন ভুলতে বসেছিলেন! রাজ্যের সব চাপ যেন চেপে বসেছিল তার কাঁধে।
মাঠের বাইরে তাই কত কানাঘুষা, তীরের মতো বেয়ে আসছিল সমালোচনা৷ কত বিদ্রুপ, কত টিপ্পনি, কতো জনের কত কথা! অনেকের চোখে তো তিনি ফুরিয়ে আসছিলেন। সাবেক ভারতীয় ব্যাটার বীরেন্দর শেবাগ তো লজ্জায় তাকে অবসর নিতেও বলে দিলেন।
কথাগুলো নিশ্চয়ই তার কানেও পৌছেছিলো। প্রবল জেদকে তাই হয়তো মনের মাঝে পুষে রেখেছিলেন তিনি। কে না জানে চ্যালেঞ্জ নেয়া সাকিব বরাবরই ভয়ঙ্কর। এবারো তার ব্যতিক্রম হলো না যেন।
সফলতার থেকে বড় প্রতিশোধ আর কী হতে পারে? সাকিব আল হাসানও হয়তো তা ভেবেই শান্ত রেখেছিলেন নিজেকে। সব সমালোচনার জবাব যেন ব্যাট হাতেই দিলেন সাকিব। যেন বললেন, মাইক্রোফোনে নয়, আমি মাঠে কথা বলি।
এবারো সাকিব ফিরলেন তেমন করেই। সেই রাজকীয় ভঙিতে। বুধবার দলের হয়ে এবারের বিশ্বকাপের প্রথম ফিফটিটা এলো তার ব্যাটে, ৩৮ বলে পৌঁছেছেন এই মাইলফলকে। ১৯ মাস আর ৩০ দিন পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাট উচিয়ে ধরলেন সাকিব।
শেষ সাকিব পর্যন্ত অপরাজিত ছিলেন ৪৬ বলে ৬৪ রানে। এই রান করতে গিয়ে সাকিব গড়েছেন অনন্য কিছু রেকর্ড। অবশ্য এ আর তেমন কি! তার মাঠে নামা মানেই তো রেকর্ডের আনাগোনা!
আজকের ম্যাচটা ছিল স্বীকৃত টি-টোয়েন্টিতে সাকিবের ৪০০ তম ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে তার শততম ফিফটি। যা বাংলাদেশের হয়ে নেই আর কারো। একই সাথে পাড়ি দে লাল-সবুজের জার্সি গায়ে টি-টোয়েন্টিতে প্রথম ২৫০০ আন্তর্জাতিক রানের গণ্ডি।
এমন অর্জনে সাকিব দলকে এনে দেন এবারের আসরে সর্বোচ্চ পুঁজি। ১৫৯ রানের লক্ষ্য দেয় নেদারল্যান্ডসকে। যা তাড়া করতে নেমে ১৩৪ রানেই থামে থামে ডাচদের ইনিংস। ২৫ রানের জয় নিয়ে বাংলাদেশ এগিয়ে যায় সুপার এইটের দৌড়ে।
ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের জেরে ম্যাচ সেরা হন সাকিব। যা আন্তর্জাতিক ক্রিকেটে তার ৪৫তম বার সেরা খেলোয়াড় সবার স্বীকৃতি। তার উপরে আছেন কেবল মাত্র ৬ জন!
যাহোক, অবাক হবার কি আছে? সাকিব তো এমনি, এমনটা তো সাকিবকেই মানায়। চ্যালেঞ্জ দিয়ে তাকে আটকাবেন কোন বাধায়? এখানেই তো সাকিবের ভিন্নতা, এই জন্যই তো সাকিব সেরা; বিশ্বসেরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা