ম্যাচে ফিরেছে বাংলাদেশ, রিশাদের জোড়া উইকেট
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ জুন ২০২৪, ০০:০২, আপডেট: ১৪ জুন ২০২৪, ০০:১৪
অবশেষে উইকেটের দেখা পেল বাংলাদেশ। রিশাদ হোসেন এনে দিলেন সেই বহুল কাঙ্খিত উপলক্ষ। তবে একটা নয়, জোড়া উইকেট তোলে নিয়েছেন তিনি। তাতে ম্যাচে ফেরার দিশা পেয়েছে টাইগাররা।
পাওয়ার প্লেতে নেদারল্যান্ডসের ২ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। রানটাও ছিল নিয়ন্ত্রণে। তবে পাওয়ার প্লে শেষ হতেই যেন বদলে যায় দৃশ্যপট। সময়ের সাথে সাথে ম্যাচে ফিরতে শুরু করে ডাচরা।
মাঝে বিক্রমজিত সিংয়ের উইকেট হারালেও ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটা চলে যায় নেদারল্যান্ডসের হাতে। ১৪ ওভারে ৩ উইকেটে ১০৪ রান তোলে ফেলে তারা। তবে এরপরই রিশাদ ঝলক। প্রথম দুই ওভারে সুবিধা না করতে পারলেও এবার আর ভুল করেননি।
প্রথমে ফিরিয়েছেন ভয়ংকর হয়ে উঠা এঞ্জেলবার্চকে। ২২ বলে ৩৩ করে তানজিম সাকিবকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এক বল পর নতুন মাঠে আসা বাস ডি লিডেকেও ফেরান রিশাদ। মুহূর্তেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা।
এই মুহূর্তে নেদারল্যান্ডসের সংগ্রহ ১৬ ওভার শেষে ৫ উইকেটে ১১৬। জয়ের জন্য ২৪ বলে চাই ৪৪ রান। ২২ বলে ২৫ রান নিয়ে মাঠে আছেন ডাচ অধিনায়ক এডওয়ার্ডস।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা