সাকিবের হয়ে শেবাগের বিরুদ্ধে ব্যাট ধরলেন ইমরুল-রাজ্জাক
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ জুন ২০২৪, ০৫:৫৭
সাকিব আল হাসানকে নিয়ে অপমানসূচক কথা বলে বাংলাদেশীদের তোপের মুখে পড়েছেন বীরেন্দর শেবাগ। সাধারণ ক্রিকেটপ্রেমীরা তো বটেই, দেশের ক্রিকেটের পোস্টার বয়কে হেয় করায় চটেছেন সাবেক দুই ক্রিকেটার ইমরুল কায়েস ও আব্দুর রাজ্জাক।
বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না সাকিবের। ব্যাটে বলে দুঃস্বপ্নের মতো বিশ্বকাপ কাটাচ্ছেন তিনি। দুই ম্যাচে ১১ রান মোটে তার, স্ট্রাইকরেট ৬১.১১। পানননি একটা উইকেটও। যা অন্য সবার মতো চোখে পড়েছে ভারতীয় সাবেক ক্রিকেটার শেবাগেরও। তাতে তিনি বেশ তুলোধুনো করেন সাকিবকে।
সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের কড়া সমালোচনা করেন বীরেন্দর শেবাগ বাজে পারফরম্যান্সের জেরে লজ্জায় অবসর নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। প্রশ্ন তোলেন সাকিবের কাণ্ডজ্ঞান নিয়েও! শেবাগ বলেন-
‘আপনি এতো সিনিয়র একজন খেলোয়াড়, আপনি অধিনায়কও ছিলেন এতদিন, আর এরপরও আপনার এতো বাজে গেমসেন্স! আপনার নিজেরই তো লজ্জা হওয়া উচিত। ‘অনেক হয়েছে, টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিচ্ছি’- এটা আপনার নিজেরই বলে দেয়া উচিত এখন।'
তবে বিষয়টা মোটেও ভালোভাবে নেননি ইমরুল কায়েস। সাবেক বাংলাদেশী এই ক্রিকেটার এবার পাল্টা প্রশ্ন তোলেন শেবাগকে নিয়ে। সাকিবের পক্ষে ব্যাট ধরে ইমরুল বলেন, ‘শেবাগ নিজে তার ক্যারিয়ার জুড়ে সম্মান পাননি। তাই অন্য ক্রিকেটারদেরও তিনি সম্মান দিতে জানেন না।’
এই টাইগার ওপেনার বলেন, 'আমি জানি না তার মতো কিংবদন্তি একজন ক্রিকেটার কী চিন্তা করে কিথা বলে। শচিন-দ্রাবিড়দের আপনি এভাবে কথা বলতে দেখবেন না। কারণ তারা প্লেয়ারদের ওই সম্মনটা দেয়। যেহেতু ক্যারিয়ারে সে নিজেও সম্মানটা পায় নাই। তাই অন্য প্লেয়ারদের ক্ষেত্রে ওই সম্মানটা দিতে জানে না।'
শেবাগ যে এর আগেও বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময় বাজে মন্তব্য করেছে, তা তোলে ধরে ইমরুল বলেন, ‘শেবাগ পুরো ক্যারিয়ার জুড়েই আমাদের দেশ নিয়ে এমন মন্তব্য করেছে। এ দেশে নাকি ক্রিকেট খেলার মতো পরিবেশ নাই, আমাদের নাকি টেস্ট ক্রিকেটে ২০ উইকেট নেয়ার মতো সামর্থ্য নাই। তারপরও কিন্তু আমরা ঠিকই নিয়েছিলাম।'
এরপর সাকিবের পক্ষ নিয়ে তাকে সমর্থন জানিয়ে ইমরুল বলেন, 'সাকিব এক- দুই দিনে সাকিব হয়নি। তার ক্যারিয়ার জুড়ে যদি খেলেন তাহলে দেখবেন অনেক অর্জন আছে। তিন ফরম্যাটেই অনেক সময় ধরে সে এক নম্বর অলরাউন্ডার। এই ধরনের ক্রিকেটারদের ক্ষেত্রে আমার মনে হয় সম্মান দিয়ে কথা বলা উচিৎ।'
এদিকে এক টিভি আয়োজনে মুখ খুলেছেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাকও। তিনি বলেন, ‘শেবাগ তার মনগড়া কথা বলেছে। ওর কথা নিয়ে আমাদের যে লাফাতে হবে, বা সে বললেই যে সেটাই ঠিক হবে তা নয়।'
‘আমি মনে করে তার আরো সম্মান করা উচিত ছিল। বিশেষ করে এমন একজন মানুষকে নিয়ে যে এতো বছর ধরে এ রকমভাবে সার্ভিস দিয়ে গেছে। এক দুটডি ম্যাচ দেখে তাকে ভিলেন বানানো ঠিক না। সময় আসলে সে ঠিকই অবসর নেবে'- যোগ করেন রাজ্জাক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা