১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কেমন হবে ভারত-পাকিস্তানের একাদশ

কেমন হবে ভারত-পাকিস্তানের একাদশ - সংগৃহীত

অনেকটা যেন বাঁচা-মরার লড়াইয়ে দাঁড়িয়ে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারটা বাবরদের সমীকরণ কঠিন করে দিয়েছে। এখন আর পিছুটানের কোনো সুযোগ নেই। পা ফসকালেই পড়তে হবে মহা বিপদে। ভারতের বিপক্ষে এই ম্যাচটা দিচ্ছে যেন অনেকটা ফাইনালের আঁচ।

রোববারের (৯ জুন) বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে দু’দলের এই লড়াই। খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যেখানে বাড়তি উত্তাপ, সাধারণ একটা ম্যাচও উত্তেজনায় ফুলেফেঁপে উঠে; সেখানে এই ম্যাচটা যে বাড়তি ঝাঁঝ ছড়াবে তা সহজেই বলা চলে। আর পাকিস্তান দলের জন্যে যা হবে বাড়তি স্নায়ুচাপের কারণ।

এমন ম্যাচে একাদশে পরিবর্তন আনবে নিশ্চিতভাবেই পাকিস্তান। যেখানে ফিরতে পারেন ইমাদ ওয়াসিম।চোটের কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে পারেননি। তবে আজ ফেরাটা তার অনেকটাই নিশ্চিত।

ইমাদকে জায়গা দিতে বাদ পড়তে পারেন আজম খান। সম্প্রতি সমালোচনার শীর্ষে থাকা উইকেট কিপার এই ব্যাটার ছাড়াই একাদশ সাজাবে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে গোল্ডেন ডাক মারেন তিনি।

শুধু তাই নয়, সব মিলিয়ে পাকিস্তানের হয়ে ১৪ ম্যাচ খেলে শূন্য রানেই আউট হয়েছেন চারবার। রান করেছেন মাত্র ৮ গড়ে মাত্র ৮৮। যেখানে এক ম্যাচেই করেন ১০ বলে ৩০*।

ইমাদ ছাড়া আর কারো তেমন ফেরার ইঙ্গিত নেই। বাদবাকি শেষ ম্যাচে যারা খেলেছিলেন তাদেরই থাকার কথা। একই কথা ভারতের জন্যেও, অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে রোহিত শর্মার দল।

সম্ভাব্য একাদশ (পাকিস্তান) : বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতিখার আহমেদ, উসমান খান, আজম খান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, হারিস রউফ।

সম্ভাব্য একাদশ (ভারত) : রোহিত শর্মা, বিরাট কোহলি, রিশভ পান্ত, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, রবিন্দ্র জাদেযা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, আর্শদ্বীপ সিং ও মোহাম্মদ সিরাজ।


আরো সংবাদ



premium cement
দেলদুয়ারে বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ভালুকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন খুলনায় হাসিনা ফিরে আসার ভিডিও, তদন্তে ৪ সদস্যের টিম বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী পাকিস্তান আরএনপিপিতে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল আধিপত্যবাদমুক্ত একটি ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দিবে জামায়াত : গোলাম পরওয়ার বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিলিয়ন ডলার হারাচ্ছে বাংলাদেশ : গভর্নর

সকল