ভারতের কাছে হারলেই বিদায় নিতে হবে পাকিস্তানকে?
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ জুন ২০২৪, ১৬:০৪
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরেছে পাকিস্তান। ফলে প্রশ্ন উঠছে যদি ভারতের বিরুদ্ধে পাকিস্তান হারে তাহলে কি তারা এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে?
রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে ভারত ও পাকিস্তান।
দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই ম্যাচ দেখার অপেক্ষায় প্রহর গুণছে ক্রিকেট বিশ্ব। এই ম্যাচ শুরুর আগেই পাকিস্তান ভক্তদের কপালে চিন্তার ভাজ পড়েছে। এর কারণ, চলতি টুর্নামেন্টের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে পাকিস্তানের পরাজয়।
বাবর আজমের নেতৃত্বাধীন দল বৃহস্পতিবার ডালাসে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হয়। তবে রোববার নিউইয়র্কে ভারতের কাছে হেরে গেলে সুপার এইটে জায়গা করে নেয়ার পাকিস্তান দলের স্বপ্নে আঘাত আনতে পারে। বুধবার একই ভেন্যুতে আয়ারল্যান্ডকে হারিয়েছিল ভারত। অর্থাৎ পাকিস্তান যেখানে হেরে যাত্রা শুরু করেছিল সেখানে ভারত জয় দিয়ে অভিযান শুরু করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ১০০ শতাংশ রেকর্ড নিয়ে নিজেদের গ্রুপে শীর্ষে রয়েছে। অন্যদিকে পাকিস্তান দল গ্রুপের তিন নম্বরে রয়েছে। যদি তারা আর একটি ম্যাচ হারে তাহলে তারা লিগ টেবিলে নিচে থাকবে ও আরো চাপে পড়ে যাবে।
পরিস্থিতি যেমন দাঁড়িয়েছে, দুই ম্যাচে দু’টি জিতে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। তাদের নেট রান রেট +০.৬২। তাদের পেছনেই রয়েছে ভারত। এখন পর্যন্ত ২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুই নম্বরে রয়েছে ভারত। কিন্তু তারা এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলেছে। তাদের নেট রান রেট বেশ চিত্তাকর্ষক, +৩.০৬।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হার ও এরপরে আয়ারল্যান্ডকে হারিয়ে তালিকার তিন নম্বরে উঠে এসেছে কানাডা। দুই ম্যাচে ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কানাডা। এদিকে পাকিস্তান ও আয়ারল্যান্ড এখন পর্যন্ত কোনো পয়েন্ট পায়নি। তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে তারা।
পাকিস্তান যদি তাদের বাকি তিনটে ম্যাচ জেতে
পাকিস্তান তাদের বাকি সব ম্যাচ জিতলেও সুপার এইটে কোয়ালিফিকেশন থেকে বঞ্চিত হতে পারে। কারণ পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচ হারার পরে এখনো তিনটি ম্যাচ খেলতে হবে। ফলে যদি ধরা যায় পাকিস্তান তিনটে ম্যাচ জেতে তাহলে তাদের পয়েন্ট হবে ৬। সেক্ষেত্রে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রও যদি ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করে, তাহলে সমীকরণটি নেট রানের হারের ওপর নির্ভর করবে।
পাকিস্তান যদি ভারতের কাছে হারে
পাকিস্তান যদি ভারতের কাছে হেরে যায় এবং পরে তাদের বাকি দুটি ম্যাচ জেতে তাহলে তাদের পয়েন্ট হবে ৪। অন্যদিকে যুক্তরাষ্ট্র যদি আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাদের ম্যাচ জেতে তাহলে ৬ পয়েন্ট নিয়ে পরের পর্বে চলে যাবে।
নেট রান রেটের পিছিয়ে রয়েছে পাকিস্তান
বর্তমানে পাকিস্তানের নেট রান রেট মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত উভয়ের চেয়ে খারাপ। তারা কেবল তাদের সমস্ত ম্যাচ জিততে চাইবে না, বরং তাদের নেট রান রেটও যথেষ্ট ভালো করতে চাইবে।
ভারতের কাছে হেরে গেলে কিভাবে সুপার এইটে উঠতে পারে পাকিস্তান
যদি পাকিস্তান ভারতের কাছে হেরে যায়, তাহলে পরের রাউন্ডে ওঠার কোনো আশা রাখতে হলে তাদের বাকি দু’টি ম্যাচ জিততে হবে এবং বাবরদের আশা করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র যেন তাদের পরের ম্যাচ হারে।
এদিকে কানাডারও সুপার এইট পর্বে ওঠার উপযুক্ত সুযোগ রয়েছে। যেহেতু তাদের নেট রান রেটে বর্তমানে নেতিবাচক, তাই তাদের প্রথমে তাদের সমস্ত গেম জিততে হবে এবং আশা করা যায় অন্যান্য ফলাফল তাদের পক্ষে যাবে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা