১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

উগান্ডাকে লজ্জার রেকর্ড উপহার দিলো ওয়েস্ট ইন্ডিজ

উগান্ডাকে লজ্জার রেকর্ড উপহার দিলো ওয়েস্ট ইন্ডিজ - সংগৃহীত

আগের ম্যাচেই বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পেয়েছিল উগান্ডা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও নেমেছিল আজ প্রবল আত্মবিশ্বাস নিয়ে। তবে ক্যারিবীয়দের সাথে পেরে উঠলো না কোনোভাবেই, রীতিমতো উড়িয়ে দিয়েছে আফ্রিকান দলটাকে।

রোববার ভোরে সি গ্রুপের ম্যাচে গায়ানায় মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ ও উগান্ডা। যেখানে টসে জিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৭৩ রান তোলে ক্যারিবীয়রা। জবাবে ১২ ওভারে মাত্র ৩৯ রানে গুটিয়ে যায় উগান্ডা। যা বিশ্বকাপের সর্বনিম্ন সংগ্রহ।

ব্যাটিংয়ে নেমে ব্র্যান্ডন কিং ও জনসন চার্লস উদ্বোধনী জুটিতে ৪১ রান তোলেন। কিং ১৩ রানে আউট হলে ভাঙে যুগলবন্দী। এরপর চার্লস নিকোলাস পুরানকে নিয়ে যোগ করেন আরো ৩৫ রান। পুরান আউট হন ১৭ বলে ২২ করে।

পাওয়েলকে সাথে নিয়ে চার্লস তিন অংকের ঘরে পৌঁছান দলকে। জুটি ভেঙে ১২.৪ ওভারে ফেরেন চার্লস। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪২ বলে ৪৪ রান। এরপর পাওয়েল ১৮ বলে ২৩, শেরফেন রাদারফোর্ড ১৬ বলে ২২ ও আন্দ্রে রাসেল করেন ঝড়ো ১৭ বলে ৩০* রান।

জবাব দিতে নেমে ব্যাটিং ধসে পড়ে উগান্ডা। কোনো রান তোলার আগে প্রথম উইকেট হারানো দলটা ৭.৪ ওভারে মাত্র ২৫ রান তুলতেই হারায় ৮ উইকেট! শঙ্কা দেখা দেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বনিম্ন সংগ্রহের তিক্ত রেকর্ডের।

হলোও তাই, ৩৯ রানেই গুটিয়ে গেল উগান্ডা। যদিও এই রেকর্ড কেবল তাদের একার নয়, নেদারল্যান্ডসের সাথে যৌথভাবে এমন লজ্জায় ভাগ বসিয়েছে তারা। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ১০.৩ ওভারে ৩৯ রানে অল আউট হয় ডাচরা।

উগান্ডার হয়ে কেবল ঝুমা মিয়াজি স্পর্শ করতে পেয়েছেন দুই অংকের ঘর। ২০ বলে ১৩* রান করেন তিনি। তিনজন ফেরেন গোল্ডেন ডাক মেরে। আকিল হোসেন মাত্র ১১ রানে নেন ৫ উইকেট। আলজারি জোসেফ নেন ২ উইকেট।


আরো সংবাদ



premium cement
ভারতে উপাসনাস্থল নিয়ে আপাতত নতুন মামলা করা যাবে না সিরিয়ার অন্তর্বর্তী সরকারকে যে বার্তা দিলো পশ্চিমতীরের ইসলামী আন্দোলন প্রধান বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায় না : ড. মঈন খান রাজশাহীতে আরো ২ মামলায় গ্রেফতার সাবেক এমপি আসাদ স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে যেভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের রুখে দিতে হবে : জাহিদ হোসেন পতিত স্বৈরশাসকের জন্য ভারত মায়াকান্না করছে ‘অপশক্তিকে রুখে দিয়ে দেশকে বাঁচাতে হবে’ বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে জাতিসঙ্ঘ মহাসচিবের আহ্বান ফেনীতে মুক্তিপণ না দেয়ায় শিশু খুন, গ্রেফতার ৩ কিশোর ড. ইউনূসের সাথে এসএফও প্রতিনিধিদলের বৈঠক

সকল