বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ জুন ২০২৪, ২২:৫৯
বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে ক্রিকেটের দুই মোড়ল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। বার্বাডোজের কেনসিংটন ওভালে গড়িয়েছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা এই ম্যাচ। যেখানে টসে হেরে ব্যাট করবে অস্ট্রেলিয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ (শনিবার) মাঠে নেমেছে বর্তমান ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দুই দল ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াই দেখতে মুখিয়ে ক্রিকেট বিশ্ব।
ক্রিকেটের অন্যতম সেরা আকর্ষণ এই দুলের লড়াই। দুই দলের টেস্ট সিরিজ অ্যাশেজ তো রূপ নিয়েছে ক্রিকেট বিশ্বের ক্ল্যাসিকোতে। তবে অন্য ফরম্যাটগুলোতেও থাকে তার ঝাঁঝ।
ইতোমধ্যে বিশ্বকাপের মঞ্চে ১টি করে ম্যাচ শেষ হয়েছে দু’দলের। অস্ট্রেলিয়া জয় পেলেও, পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে ইংলিশদের। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে যায় তাদের। তবে আজ জয়ের ধারায় ফিরতেই মাঠে নেমেছে থ্রি লায়ন্সরা।
অস্ট্রেলিয়া একাদশ
মিচেল মার্শ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, ম্যাথু ওয়েড, টিম ডেভিড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স।
ইংল্যান্ড একাদশ
জস বাটলার (অধিনায়ক), মইন আলি, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, লিয়াম লিভিনস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, মার্ক উড।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা