১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হাসারাঙ্গাকে ধোলাই করে ফিরলেন হৃদয়

হাসারাঙ্গাকে ধোলাই করে ফিরলেন হৃদয় - সংগৃহীত

২০ বলে ৪০ রানের এক ঝড়ো ইনিংস খেলে আউট হয়েছেন তাওহীদ হৃদয়। তবে আউট হওয়ার আগে রীতিমতো হাসারাঙ্গাকে তুলোধুনা করেছেন হৃদয়।

ইনিংসের ১২তম ওভারে বোলিংয়ে আসেন হাসারাঙ্গা। ওই ওভারের প্রথম তিন বলে তিন ৬ হাঁকান হৃদয়। চতুর্থ বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।

হৃদয় আউট হওয়ার আগেই শুরুর ধাক্কা সামলে উঠে বাংলাদেশ। লিটন দাস আর তিনি মিলে দলকে পৌঁছে দেন ৯১ রানে। তাতে জয়ের ধারা খুঁজে পায় বাংলাদেশ। যদিও বহুপথ বাকি।

এর আগে শুরুতেই ধস নামে বাংলাদেশের ইনিংসে। ইনিংসের প্রথম দুই ওভারেই জোড়া উইকেট হারায় টাইগাররা। ফেরেন দুই ওপেনারের উভয়েই। তাতে ১২৫ রানের সহজ লক্ষ্য নিয়েও চাপে পড়ে যায় বাংলাদেশ।

১২৫ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় বলেই ক্যাচ অনুশীলন করিয়ে ফেরেন সৌম্য সরকার। ২ বলে ০ রানে ফেরেন তিনি। থিতু হতে পারেননি তানজিদ তামিমও, পরের ওভারে ৬ বলে ৩ করে নুয়ান তুষারার শিকার তিনি।

৬ রানে জোড়া উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে তোলার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। তবে বড় হয়নি এই জুটিও, ২২ বলে ২২ রান আসে এই যুগলবন্দীতে। ৫.২ ওভারে দলীয় ২৮ রানে ফেরেন শান্ত। ১৩ বলে ৭ রান করেন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১১১ রান। জয়ের জন্য এখনো দরকার ১৩ রান।


আরো সংবাদ



premium cement