১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রিশাদ-মোস্তাফিজের দারুণ বোলিংয়ে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

রিশাদ-মোস্তাফিজের দারুণ বোলিংয়ে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ - ছবি : ইএসপিএনক্রিকইনফো

এবারের বিশ্বকাপে বাংলাদেশের বাজির ঘোড়া বলা হচ্ছিল রিশাদ হোসেনকে। অভিজ্ঞ সাকিব, মাহমুদউল্লাহ কিংবা মোস্তাফিজের মতো ম্যাচ উইনারকে রেখে কেন তার প্রতি এত আকর্ষণ, প্রথম ম্যাচেই যেন তার প্রমাণ রাখলেন এই লেগ স্পিনার। ভেঙে দিয়েছেন লঙ্কান দুর্গ।

তবে রিশাদ একা নয়, মোস্তাফিজ, তাসকিনও ছড়িয়েছেন আলো। তাদের তোপের মুখে শনিবার গ্রান্ট প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা থেমেছে মোটে ১২৪ রানে। ফলে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে সহজ লক্ষ্যই পেয়েছে বাংলাদেশ।

অথচ টসে হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল শ্রীলঙ্কা। পাওয়ার প্লেতে জোড়া উইকেট হারালেও আদায় করে নেয় ৫৩ রান। কুশল মেন্ডিসকে ১০ রানে ফেরান তাসকিন, কামিন্দু (৪) হোন মোস্তাফিজের প্রথম শিকার। তবে পাথুম নিশানকার ব্যাটে বড় লক্ষ্যেই ছুটছিল লঙ্কানরা।

পাওয়ার প্লে শেষ হবার পর থেকেই যেন রানের গতি কমে আসে শ্রীলঙ্কার। পাথুম নিশানকা ফেরার পর যা আরো প্রগাঢ় হয়৷ ভয়ংকর হয়ে উঠা লঙ্কান এই ওপেনারকেও ফেরান মোস্তাফিজ। ২৮ বলে ৪৭ রানে আউট হন তিনি।৯ ওভারে ৭০ রানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা।

সেই চাপ থেকে বের হয়ে আসার আগেই লঙ্কানদের জোড়া আঘাত করেন রিশাদ। ফেরান ওয়ানিন্দু হাসারাঙ্গা ও চারিথ আসালাঙ্কাকে। পরপর দুই বলে উইকেট তুলে জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও। প্রথমে আসালাঙ্কাকে ২১ ও পরের বলে গোল্ডেন ডাক উপহার দেন হাসারাঙ্গাকে।

পরের ওভারে এসেও ঝলক দেখান রিশাদ, এবার ফেরান থিতু হয়ে যাওয়া ধনঞ্জয়া ডি সিলভাকেও। সিলভা স্ট্যাম্পিং হয়ে ফেরেন ২৬ বলে ২১ রানে। তাতে বেরিয়ে আসে লঙ্কানদের ইনিংসের লেঁজ। পরের তিনটা উইকেট ভাগাভাগি করেন তাসকিন, মোস্তাফিজ ও তানজিম সাকিব।

রিশাদ ২২ রানে ৩, মোস্তাফিজ ১৭ রানে ৩ ও জোড়া উইকেট নেন তাসকিন আহমেদ।


আরো সংবাদ



premium cement