১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাকিস্তানকে অল্পতেই বেঁধে ফেললো যুক্তরাষ্ট্র

পাকিস্তানকে অল্পতেই বেঁধে ফেললো যুক্তরাষ্ট্র - ছবি : সংগৃহীত

পাকিস্তানকে ছেড়ে কথা বললো না যুক্তরাষ্ট্র৷ রীতিমতো নাচিয়ে ছেড়েছে বাবর-রিজওয়ানদের। দাঁড়াতেই দেয়নি সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের, চোখে চোখ রেখেই কথা বলেছেন নশতুষ-আলি খানরা। যদিও শাদাব-শাহিনের কল্যাণে মান বাঁচিয়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার ডালাসের গ্র্যান্ড প্রেইরিতে মুখোমুখি হয় পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। যেখানে টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাট করতে পাঠায় স্বাগতিকেরা। তবে সুযোগটা কাজে লাগাতে পারেনি পাকিস্তান। কোনোরকমে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে তারা।

ব্যাট করতে নেমে শুরুতেই হুড়মুড় করে ভেঙে যায় পাকিদের টপ অর্ডার। পাওয়ার প্লেতে মাত্র ৩০ রান তুলতেই ৩ উইকেট হারায়। মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে যার শুরুটা করেন নেত্রভালকার, তবে এই উইকেটে বড় অবদান স্টিভেন টেলরের। স্লিপে দারুণ ক্যাচ নেন তিনি।

রিজওয়ান ৮ বলে ৯ রানে ফেরার পর দ্রুত ফেরেন উসমান খানও, নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচে ৩ রানের বেশি কর‍তে পারেননি তিনি। এরপর আলি খান ফেরান ফখর জামানকে, ৭ বলে ১১ রান করেন এই ব্যাটার। ৪.৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান।

মার্কিন বোলারদের সামনে যখন দিশেহারা পাকিস্তান, তখন পাঁচ নম্বরে ব্যাটিং করতে আসেন শাদাব খান। বিপর্যয় সামলে নিয়ে দলকে বড় সংগ্রহের ভিতও গড়ে দেন তিনি। অধিনায়ক বাবরের সাথে চতুর্থ উইকেটে গড়েন ৭২ রানের জুটি। তবে ২৫ বলে ৪০ রান করে থামতে হয় শাদাবকে।

শাদাব আউট হওয়ার পরের বলেই আউট হন আজম খান। পরপর দুই বলে ২ উইকেট পান কেনজিগে। দলীয় ৯৮ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। শাদাব-বাবর মিলে যেভাবে রানের গতি বাড়াচ্ছিলেন, সেটাও কমে যায় হুট করেই। ফলে চাপ বাড়ে পাকিস্তানের ওপর।

সেই চাপ সামলে উঠতে পারেননি বাবর আজম, পাক অধিনায়ক ফেরেন ৪৩ বলে ৪৪ রান করে। দলের সংগ্রহ তখন ১২৫ রান। দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত খেলে আসতে পারেননি ইফতিখারও। ১৯তম ওভারের প্রথম বলে ব্যক্তিগত ১৮ রানে আউট হন তিনি।

তবে শেষদিকে শাহিন আফ্রিদি ব্যাট হাতে ঝড় তোললে দেড় শ’ পাড়ি দেয় পাকিস্তান। ১৬ বলের বিধ্বংসী ইনিংসে ২৩ রান করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের হয়ে নশতুষ ৩ ও নেত্রভালকার নেন ২ উইকেট। ১টা করে নেন আলি খান ও জীতেন্দ্র সিং।

 


আরো সংবাদ



premium cement
দক্ষিণ সিরিয়া থেকে আরো রুশ সেনা প্রত্যাহার পূর্ব সুদানের বেশিভাগ বাস্তুচ্যুত পরিবার খাদ্যাভাবে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘শূন্য পাঁচ’ কর্মসূচি ঘোষণা সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মিয়া গোলাম পরওয়ার ‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজলভ্য এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ! আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবো : পররাষ্ট্র উপদেষ্টা ভারতকে দেয়া ‘বিশেষ সুবিধা’ বাতিল করল সুইজারল্যান্ড

সকল