১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ছিটকে গেলেন শরিফুল, ফিরলেন তাসকিন

- ছবি - ইন্টারনেট

শঙ্কা আগেই ছিল, এখন তা রূপ নিল বাস্তবতায়। বাংলাদেশকে বিশ্বকাপ শুরু করতে হবে শরিফুল ইসলামকে ছাড়াই। শ্রীলঙ্কার বিপক্ষে আসরের প্রথম ম্যাচে খেলা হবে না বাঁ হাতি এই পেসারের। চোটের কারণে ছিটকে গেছেন তিনি।

শুক্রবার ভারতের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে চোটে পড়েন শরিফুল। নিজের বলে নিজে ফিল্ডিং করতে গিয়ে আঘাত পান বাঁ হাতে। চোট এতোটাই গুরুতর ছিল যে, ৬ সেলাই দিতে হয় হাতে। তখন থেকেই গুঞ্জন উঠে শ্রীলঙ্কার বিপক্ষে ৮ জুনের ম্যাচটা হয়তো খেলা হবে না তার।

হলোই তাই, প্রথম ম্যাচের একাদশ থেকে ছিটকে গেছেন শরিফুল ইসলাম। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। তবে দুঃসংবাদের সাথে একটা সুসংবাদও আছে। চোট থেকে সেরে উঠেছেন আরেক পেসার তাসকিন আহমেদ। প্রথম ম্যাচ থেকেই একাদশে পাওয়া যাবে সহ অধিনায়ককে।

গত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পান তাসকিন। তবে প্রথম ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন আশা করেই তাকে রাখা হয় বিশ্বকাপ দলে। এমনকি দলের সহ অধিনায়কত্বও দেয়া হয় তাসকিনকে। এরপরও শঙ্কা ছিল, ফিরতে পারবেন তো তাসকিন বিশ্বকাপের আগে?

উত্তরটা তাসকিন দিলেন আজ। মঙ্গলবার অনুশীলন শেষে জানালেন, ‘সব ঠিক আছে। ভালো আছি।’ প্রথম ম্যাচে খেলতে পারবেন তো? এমন প্রশ্নের জবাবেও আসে পজিটিভ উত্তর। এবারো মুখে হাসি নিয়ে মাথা ঝাঁকালেন, বললেন, ‘পারব বলেই মনে হয়।’


আরো সংবাদ



premium cement
সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মিয়া গোলাম পরওয়ার ‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজলভ্য এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ! আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবো : পররাষ্ট্র উপদেষ্টা ভারতকে দেয়া ‘বিশেষ সুবিধা’ বাতিল করল সুইজারল্যান্ড বুদ্ধিজীবী দিবসে ঢাবি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা কবি হেলাল হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত গানগুলো শুধু একজনই শুনতে পারবেন!

সকল