১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পিএনজিকে অল্পে থামাল ওয়েস্ট ইন্ডিজ

পিএনজিকে অল্পে থামাল ওয়েস্ট ইন্ডিজ - ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাপুয়া নিউগিনি যে সুবিধা করতে পারবে না, সেটি অনেকটা অনুমিত ছিল। হলোও তা-ই। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়োজক ওয়েস্ট ইন্ডিজ আজ রোববার (২ জুন) মুখোমুখি হয় পাপুয়া নিউগিনির (পিএনজি)। টস জিতে পিএনজিকে ব্যাটিংয়ে পাঠায় ক্যারিবিয়ানরা। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ২০ ওভারে আট উইকেটে ১৩৬ রান করে পিএনজি।

আগে ব্যাটিংয়ে নামা পাপুয়া নিউগিনি মাত্র সাত রানে হারায় দুই উইকেট। রোমারিও শেফার্ডের বলে দুই রান করে আউট হন টনি উরা। আকিল হোসেইনের বলে বোল্ড হয়ে এক রানে সাজঘরে ফেরেন লেগা সিয়াকা। পিএনজি অধিনায়ক আসাদা ভালা ২২ বলে ২১ রান করেন। দলকে কিছুটা টেনে নেন। আলজারি জোসেফের শিকার হন তিনি।

পিএনজিকে একাই টেনে নিয়ে যান ব্যাটার সিসি বাউ। উইকেট আগলে রেখে অর্ধশতক তোলেন তিনি। ৪২ বলে ফিফটিতে পৌঁছান সিসি। এরপর যদিও টিকে থাকতে পারেননি। ফিফটি করার পরের বলেই তার উইকেট তুলে নেন জোসেফ। বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন সিসি। তবে, তার ইনিংসে ভর দিয়ে নবাগত দলটি পায় দলীয় রান ১০০ পার করার সাহস।

কিপলিন ডোরিগা ও চাঁদ সোপারের ব্যাটে চড়ে শেষ দিকে আরো কিছু রান সংগ্রহ করে পিএনজি। ৯ বলে ১০ রান করে আন্দ্রে রাসেলের বলে বোল্ড হন চাঁদ। ডোরিগার ব্যাট থেকে আসে ১৭ বলে অপরাজিত ২৫ রান।

ক্যারিবিয়ানদের পক্ষে রাসেল ও জোসেফ নেন দুটি করে উইকেট।


আরো সংবাদ



premium cement