অস্ট্রেলিয়ার হয়ে খেললেন প্রধান নির্বাচক ও দুই কোচ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ মে ২০২৪, ১৪:১৭
ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ খেলতে এসে অস্ট্রেলিয়া দল যে খেলোয়াড় সঙ্কটে, এই খবর আগেই বেরিয়েছিল। এমনকি একাদশ সাজানোর মতো ক্রিকেটারও ছিল না সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। তখনই ধারণা করা হয়, হয়তো পরিস্থিতি সামলাতে কোচেরা নেমে যেতে পারেন মাঠে।
হলোও তাই। নামিবিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে দেখা গেল অজিদের প্রধান নির্বাচক, প্রধান কোচ ও ফিল্ডিং কোচকে। তবুও অবশ্য বড় জয় পেতে বেগ হয়নি মিচেল মার্শদের। বিশ্বকাপের মূলপর্ব শুরুর আগে প্রস্তুতি ম্যাচে নামিবিয়াকে ৭ উইকেটে হারিয়েছে তারা।
বিশ্বকাপের আনুষ্ঠানিকতা শুরুর আগে প্রায় আড়াই মাস আইপিএলে ব্যস্ত থাকা ক্রিকেটারদের ছুটিতে রেখেছে অস্ট্রেলিয়া। ছুটিতে আছেন বিশ্বকাপ দলে থাকা মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন ও মার্কাস স্টয়নিসকে।
এতেই যেন বিপত্তি। নামিবিয়ার বিপক্ষে আইসিসির নির্ধারিত প্রস্তুতি ম্যাচে ক্রিকেটার সঙ্কটে পড়ে অজিরা। ফলে ফিল্ডিং কোচ অ্যান্ড্রে বোরোভেচ, প্রধান নির্বাচক জর্জ বেইলি ঠাঁই নেন একাদশে। এমনকি প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও মাঠে নামেন বদলি ফিল্ডার হিসেবে।
ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে অবশ্য তবুও নামিবিয়াকে পাত্তাই দেয়নি অজিরা। হেইজেলউড টানা তিন মেইডেনের সাথে ২ উইকেট তুলে নিয়ে চাপ সৃষ্টি করেন আগে ব্যাট করা নামিবিয়ার উপর। তিনটি উইকেট নেন লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা। তাদের ইনিংস শেষ হয় ৯ উইকেটে ১১৯ রান তুলে। সর্বোচ্চ ৩৮ রান করেন জেন গ্রিন।
রান তাড়ায় অস্ট্রেলিয়াকে উড়ন্ত সূচনা এনে দেন ডেভিড ওয়ার্নার। ২১ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন তিনি। তাতে ১০ ওভারেই জয় নিশ্চিত করে অজিরা। মাঝে ১৪ বলে ১৮ রান করে রান আউট হন মিচেল মার্শ। টিম ডেভিড করেন ১৬ বলে ২৩। আর ৫ বলে ১২ রানে অপরাজিত থাকেন ম্যাথু ওয়েড।
অস্ট্রেলিয়া শুক্রবার আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিডজের সাথে। সেই ম্যাচে কী হবে, তা এখনো জানা যায়নি। তবে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অভিযান শুরু হবে ৬ জুন ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘বি’ গ্রুপে তাদের অপর তিন প্রতিপক্ষ ইংল্যান্ড, নামিবিয়া ও স্কটল্যান্ড।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা