১৬ জুন ২০২৪
`

যুক্তরাষ্ট্রের লাগাম টেনে ধরেছেন রিশাদ

যুক্তরাষ্ট্রের লাগাম টেনে ধরেছেন রিশাদ - ফাইল ছবি।

বাংলাদেশকে উদযাপনের উপলক্ষ এনে দিলেন রিশাদ হোসেন। পাওয়ার প্লে থেকে বড় সংগ্রহের ভিত পেয়ে যাওয়া যুক্তরাষ্ট্রকে জোড়া ধাক্কা দিলেন তিনি। পরপর দুই বলে উইকেট তুলে নিয়ে জাগিয়ে ছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও। যদিও তা আর হয়নি। তবুও যুক্তরাষ্ট্রের রানের লাগাম টেনে ধরতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

অথচ আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে থেকে মানসম্মত রান তুলে নেয় যুক্তরাষ্ট্র। দুই ওপেনার মিলে বিনা উইকেটে তুলেন ৪২ রান। শুরুতে দেখেশুনে খেললেও এরপর চাপ বাড়াতে শুরু করেন বোলারদের ওপর। যেখানে নেতৃত্ব দেন স্টিভেন টেলর।

গলার কাঁটা হয়ে যাওয়া স্টিভেন টেলরকে ফিরিয়েই দলকে প্রথম উপলক্ষ এনে দেন রিশাদ। ভাঙেন উদ্বোধনী জুটি। ভয়ংকর হয়ে উঠার আগে তাকে ২৮ বলে ৩১ রানে ফেরান টেলরকে। ৬.৪ ওভারে ৪৪ রানে প্রথম উইকেটে হারায় যুক্তরাষ্ট্র।

দ্বিতীয় উইকেট তুলে নিতে অবশ্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়নি, পরের বলেই পেয়ে যায় তার দেখা৷ তিনে নামা আন্দ্রেস গোসকে গোল্ডেন ডাক উপহার দেন রিশাদ। উইকেটের পেছনে জাকেরের ক্যাচ বানান তাকে।

রিশাদ মাত্র ১ রানে ২ উইকেট তুলে নেয়ায় ভারসাম্য ফিরেছে ইনিংসে। ৯ ওভার শেষে যুক্তরাষ্ট্রের সংগ্রহ ২ উইকেটে ৬১ রান। মোনাক প্যাটেল ১৭ ও এরন জন্স ব্যাট করছেন ১০ রানে।

উল্লেখ্য, তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে খেলছে দুই দল। যেখানে টসে হেরে আগে ব্যাট করছে স্বাগতিকেরা।


আরো সংবাদ



premium cement

সকল