যুক্তরাষ্ট্রের কাছে হেরে মাঠকে দুষলেন শান্ত
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ মে ২০২৪, ১১:৫৭
ভেন্যু, প্রতিপক্ষ কিংবা আবহাওয়া; সব কিছু বদলে গেলেও বদলায়নি বাংলাদেশের চিত্রনাট্য। যুক্তরাষ্ট্রের বিপক্ষেও ‘লজ্জা’ নিয়েই মাঠ ছেড়েছে টাইগাররা। দুই দলের প্রথম দেখাতেই এমন বিব্রতকর কীর্তি গড়বে সাকিব-শান্তরা, তা কল্পনাতেও ভাবেনি সমর্থকরা। রীতিমতো আত্মসমর্পণ করে বাংলাদেশ।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১০ ধাপ পিছিয়ে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক ক্রিকেটে বড় অর্জন বলতে এর আগে কেবল আয়ারল্যান্ডকে হারিয়েছিল তারা। এবার কিনা তারাই চমকে দিল টাইগারদের। যদিও এই হারের কারণ হিসেবে উইকেটের দোষ দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
অধিনায়ক শান্ত বলেন, ‘আমি এটাকে ভুলের পুনরাবৃত্তি মনে করি না। আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। তবে এটা মানসিক ব্যাপার। আশা করি ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে পারবে।’
তবে রান করার আক্ষেপ আছে শান্তের মনে। তার দাবি, ২০ রান কম করেছে তার দল। তিনি বলেন, ‘আমরা ভালো ব্যাটিং করিনি। আমরা প্রথম দুই ওভারে ভালো শুরু করেছিলাম। কিন্তু মাঝে উইকেট হারিয়েছি। আমরা আরো ২০ রান বেশি করতে পারতাম। তাহলে ম্যাচটা অন্যরকম হতে পারত।’
এদিকে দারুণ ছন্দে থাকা তানজিদ তামিম একাদশে না থাকায় সমালোচনার ঝড় উঠেছে ক্রিকেট মহলে। তার জায়গায় ওপেনিংয়ে সুযোগ পেয়েছেন লিটন দাস। যিনি ব্যর্থতার বৃত্তে আবদ্ধ বেশ কয়েক মাস ধরেই। কেন এমন পরিবর্তন, ম্যাচ শেষে তার ব্যাখ্যাও দিয়েছেন শান্ত।
বাংলাদেশ অধিনায়কের যুক্তি, ‘তানজিদকে ড্রপ দেয়া হয়নি। আমার মনে হয় আমাদের যে ৩ ওপেনার আছে সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর প্ল্যান ছিল। কারণ সৌম্য অনেক দিন ধরে চোটে ছিল, ম্যাচ খেলেনি, তাই এটা করা হয়েছে।’
শুধু লিটন নয়, রান পাননি শান্ত-সাকিবও। তবে এই নিয়ে দুশ্চিন্তা করতে নিষেধ করেন তিনি। বলেন, ‘দুশ্চিন্তার কিছু নেই। প্রত্যেকটা ব্যাটার তাদের স্কিল নিয়ে কাজ করছে। আমরা সবাই জানি যে- টপ অর্ডারদের ভালো খেলতে হবে। ব্যাটিং ইউনিট নিয়ে আমাদের সবারই দায়িত্ব সমান।’
‘আমরা অনেক দিন ধরে কাজ করছি। আশা করব যে সামনের ম্যাচ থেকে ভালোভাবে কামব্যাক করতে পারবে সবাই। অবশ্যই ইনটেন্ট নিয়েই চেষ্টা করে প্রত্যেকটা ব্যাটার। পরের ম্যাচে যখন ব্যাট করব চাই না ১১ বলে ১৫-২০ রান করতে। চাইব এর থেকে বেশি বল খেলতে, বেশি রান করতে’ যোগ করেন শান্ত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা