১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জিম সেশনে ঘাম ঝরালো বাংলাদেশ দল

জিম সেশনে ঘাম ঝরালো বাংলাদেশ দল - পুরনো ছবি

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে জিম সেশন নিয়ে প্রস্তুতি শুরু করলো বাংলাদেশ ক্রিকেট দল।

টি-টোয়েন্টি সিরিজ ও বিশ্বকাপ খেলতে শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রে পৌঁছায় বাংলাদেশ দল। এরপর একদিন বিশ্রামে ছিলো ক্রিকেটাররা। বিশ্রামের পর গতকাল থেকে অনুশীলন শুরু করেছে টাইগাররা। জিম সেশনে ব্যস্ত সময় কাটিয়েছেন তারা।

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া দু’টি ভিডিওতে দেখা যাচ্ছে, জিম সেশনে ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আগামী ২১ মে থেকে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ শুরু করবে বাংলাদেশ। পরের দুই টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে- ২৩ ও ২৫ মে। আসন্ন এই সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে বাংলাদেশ দল।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ শেষে বিশ্বকাপের আগে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। পহেলা জুন প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা।

বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ- শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে টাইগাররা।

 

 

 


আরো সংবাদ



premium cement