১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হার দিয়েই আসর শেষ করল মুম্বাই

হার দিয়েই আসর শেষ করল মুম্বাই - ছবি : সংগৃহীত

প্লে অফ স্বপ্ন বাধ সেধেছিল আগেই, নিশ্চিত ছিল বিদায়। তবে শেষ বেলায় সান্ত্বনার একটা জয় খুব করেই চেয়েছিল মুম্বাই। কিন্তু ওই ইচ্ছাও অপূর্ণ রয়ে গেল। বলা যায়, আইপিএলের রেকর্ড চ্যাম্পিয়নরা এবার আসর শেষ করল একদম খালি হাতে, পয়েন্ট টেবিলের তলানিতে থেকে।

শুক্রবার ওয়াংখেড়েতে নিজেদের শেষ ম্যাচে লখনৌর বিপক্ষে হার্দিক পান্ডিয়ার দল হেরেছে ১৮ রানে। এদিন আগে ব্যাট করে নিকোলাস পুরানের ২৯ বলে ৭৫ রানের ইনিংসে লখনৌ তুলেছিল ৬ উইকেট ২১৪ রান। তাড়া করতে নেমে লড়াই করলেও মুম্বাই শেষ পর্যন্ত থেমেছে ১৯৬ রানে।

অবশ্য এই ম্যাচে জয় বা হার লখনৌ বা মুম্বাই কারো ভাগ্য পরিবর্তন করেনি। আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া দুটি দল কেবল আনুষ্ঠানিকতা সারে। যদিও মন্দের ভালো, স্বান্তনার জয়ে পয়েন্ট টেবিলের ছয়ে থেকে আসর শেষ করল লখনৌ সুপার জায়ান্ট।

অবশ্য টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি লখনৌ। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন দেবদূত পাডিকাল (০)। তিনে নেমে শুরুটা বেশ ভালো করলেও ইনিংস বড় করার সুযোগ পাননি স্টইনিস। ফেরেন ২২ বলে ২৮ রান করে।

চারে নেমে দ্রতই ফিরেছেন দীপক হুদাও, ১১ রানে। তবে শুরু থেকেই একপ্রান্ত আগলে নিজের মতো খেলতে থাকেন অধিনায়ক লোকেশ রাহুল। চতুর্থ উইকেট জুটিতে নিকোলাস পুরানকে নিয়ে ৪৪ বলে ১০৯ রানের জুটি গড়েন তিনি। যেখানে অবশ্য নায়ক ছিলেন পুরানই, রাহুলের অবদান কেবল ১৫ বলে ২৮ রান।

২৯ বলে ৭৫ রানে পুরান আউট হলে ভাঙে জুটি। ৫ চার ও ৮ ছক্কার ইনিংস শেষ হয় নুয়ান থুসারার বলে। অন্যদিকে ১৮.১ ওভারে রাহুল যখন ফেরেন, নামের পাশে ৪১ বলে ৫৫ রান। লখনৌ দুই শ’ পাড়ি দেয় অবশ্য আয়ুশ বাধনির ১০ বলে ২২* ও ক্রুনাল পান্ডিয়ার ১২* রানে। চাওলা ও থুসারা নেন সমান ৩ উইকেট।

২১৫ রানের জবাবে মুম্বাই শুরুটা ভালোই করেছিল। ডেভাল্ড ব্রেভিসকে সঙ্গে নিয়ে ৫২ বলে ৮৮ রানের জুটি গড়েন রোহিত শর্মা। এই জুটি ভাঙে ব্রেভিস ২৩ রানে আউট হলে। শুধু জুটি নয়, ভেঙে যায় যেন মুম্বাইয়ের ইনিংসটাও। হঠাৎই পথ হারায় তারা।

বিনা উইকেটে ৮৮ থেকে ১৪.২ ওভারে ১২০ রানেই ৫ উইকেট হারায় মুম্বাই। ২৮ বলে ফিফটি করা রোহিত আউট হন ৩৮ বলে ৬৮ রানে। সূর্য কুমার ফের ডাক মারেন, ইশান কিশানও পারেননি ভরসা দিতে।

অধিনায়ক হার্দিক পান্ডিয়াসহ মিডল ব্যাটারদের এমন ব্যর্থতায় বড় হারের অপেক্ষাতেই ছিল মুম্বাই। তবে শেষ দিকে আশা জাগিয়ে ২৮ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলেছেন নামান ধীর। তবে শেষ পর্যন্ত তার এমন ইনিংস কেবল হারের ব্যবধানে কমিয়েছে।


আরো সংবাদ



premium cement